০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আব্বাস-হানিয়া বিশেষ বৈঠক

ইমামা খাতুন
  • আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 106

পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার মধ্যে বৈঠক হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো এই দুই ফিলিস্তিনি নেতা সরাসরি আলোচনা করেছেন। আলজেরিয়ার ৬০তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশ নিতে এ দুই নেতা আলজেয়ার্সে যান। সেখানেই তাদের দেখা হয়। ফিলিস্তিন সরকারের কয়েকজন প্রতিনিধি এবং ইসলামি দল হামাসের সদস্যরাও এই বৈঠকে অংশ নিয়েছিলেন। তারা বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং হামাস প্রধানের সর্বশেষ সাক্ষাত হয়েছিল কাতারে, ২০১৬ সালে। এবার আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুলমাজিদের আমন্ত্রণে তাঁদের মধ্যে দেখা ও বৈঠক হল। মাহমুদ আব্বাস হলেন ফিলিস্তিনের সেকু্যলার দল ফাতাহ পার্টির নেতা। আর অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষমতায় রয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ২০০৭ সালে গাজার শাসনভার নেওয়ার পর থেকেই জায়নবাদী সেনার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলটি। ইসরাইলের সঙ্গে কয়েকবার যুদ্ধও হয়েছে হামাসের।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আব্বাস-হানিয়া বিশেষ বৈঠক

আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার মধ্যে বৈঠক হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো এই দুই ফিলিস্তিনি নেতা সরাসরি আলোচনা করেছেন। আলজেরিয়ার ৬০তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশ নিতে এ দুই নেতা আলজেয়ার্সে যান। সেখানেই তাদের দেখা হয়। ফিলিস্তিন সরকারের কয়েকজন প্রতিনিধি এবং ইসলামি দল হামাসের সদস্যরাও এই বৈঠকে অংশ নিয়েছিলেন। তারা বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং হামাস প্রধানের সর্বশেষ সাক্ষাত হয়েছিল কাতারে, ২০১৬ সালে। এবার আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুলমাজিদের আমন্ত্রণে তাঁদের মধ্যে দেখা ও বৈঠক হল। মাহমুদ আব্বাস হলেন ফিলিস্তিনের সেকু্যলার দল ফাতাহ পার্টির নেতা। আর অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষমতায় রয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ২০০৭ সালে গাজার শাসনভার নেওয়ার পর থেকেই জায়নবাদী সেনার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলটি। ইসরাইলের সঙ্গে কয়েকবার যুদ্ধও হয়েছে হামাসের।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের