২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জেল ভেঙে ৯০০ কয়েদির পলায়ন

ইমামা খাতুন
  • আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 39

পুবের কলম ওয়েবডেস্কঃ নাইজেরিয়ার একটি কারাগারে রীতিমতো সিনেমার ভঙ্গিতে হামলা চালানো হয়েছে। জেল থেকে মুক্ত করা হয়েছে দাগি আসামিদের। এই সুযোগে জেল ভেঙে পালিয়েছে প্রায় ৯০০ বন্দি। লোমহর্ষক এই ঘটনা ঘটেছে দেশটির আবুজা কারাগারে। নাইজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, মঙ্গলবার মধ্যরাতে কারাগারের বাইরে হঠাৎ বিস্ফোরণের শধ শুনতে পান তারা। এ সময় জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি। চালানো হয় এলোপাথাড়ি গুলি। এতে নিহত হয়েছেন অন্তত ৪ নিরাপত্তারক্ষী। সরকারি কর্মকর্তারা এই হামলার জন্য বোকো হারাম নামে এক সশস্ত্র সংগঠনকে দায়ী করেছে। এই ঘটনায় মোট ৮৭৯ জন পালিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছে ৪০০ বন্দি। দেশটিতে বিগত দুই বছরে কারাগার ভেঙে পালিয়েছে ৫০০০-এরও বেশি কয়েদি।

 

আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি তিহারে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের

 

আরও পড়ুন: তবরেজ মামলায় অভিযুক্তদের ১০ বছরের জেল

আরও পড়ুন: তুরস্কে কোনও সাংবাদিক জেলে যাননি: এরদোগান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেল ভেঙে ৯০০ কয়েদির পলায়ন

আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নাইজেরিয়ার একটি কারাগারে রীতিমতো সিনেমার ভঙ্গিতে হামলা চালানো হয়েছে। জেল থেকে মুক্ত করা হয়েছে দাগি আসামিদের। এই সুযোগে জেল ভেঙে পালিয়েছে প্রায় ৯০০ বন্দি। লোমহর্ষক এই ঘটনা ঘটেছে দেশটির আবুজা কারাগারে। নাইজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, মঙ্গলবার মধ্যরাতে কারাগারের বাইরে হঠাৎ বিস্ফোরণের শধ শুনতে পান তারা। এ সময় জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি। চালানো হয় এলোপাথাড়ি গুলি। এতে নিহত হয়েছেন অন্তত ৪ নিরাপত্তারক্ষী। সরকারি কর্মকর্তারা এই হামলার জন্য বোকো হারাম নামে এক সশস্ত্র সংগঠনকে দায়ী করেছে। এই ঘটনায় মোট ৮৭৯ জন পালিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছে ৪০০ বন্দি। দেশটিতে বিগত দুই বছরে কারাগার ভেঙে পালিয়েছে ৫০০০-এরও বেশি কয়েদি।

 

আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি তিহারে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের

 

আরও পড়ুন: তবরেজ মামলায় অভিযুক্তদের ১০ বছরের জেল

আরও পড়ুন: তুরস্কে কোনও সাংবাদিক জেলে যাননি: এরদোগান