০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবার জিএসটির আওতায় দই, লস্যি সহ আরও একাধিক সামগ্রী! ১৮ জুলাই থেকে সিদ্ধান্ত কার্যকর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ জুলাই ২০২২, শনিবার
  • / 103

পুবের কলম, ওয়েবডেস্ক: জ্বালানি তেলের বাড়তি দামের কারণে লাগামছাড়া মূল্যবৃদ্ধি। এর মধ্যেই সাধারণ মানুষের অস্বস্তি বাড়িয়ে একাধিক পণ্যকে জিএসটির আওতায় আনা হচ্ছে। তুলে নেওয়া হচ্ছে সব পণ্য থেকে কর ছাড়ের সুবিধা। ফলে এবার প্যাকেটবন্দি তথা সংস্থার লেবেল সাঁটা দই, লস্যি, পনির, চাল, ডাল, আটা, গুড়, মধু, মুড়ি, মাছ, মাংসের মতো পণ্যের উপরে বসানো হতে পারে জিএসটি। ১৮ জুলাই থেকে দই, লস্যি সহ আরও একাধিক সামগ্রী জিএসটির আওতায় আসতে চলেছে।
জুন মাসের দিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে ৪৭ তম জিএসটি পরিষদ একটি বৈঠক করে। যেখানে বিভিন্ন আইটেমের উপর পণ্য ও পরিষেবা কর আরোপের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকে কাউন্সিল একাধিক আইটেমকে জিএসটি-র আওতায় আনতে সম্মত দেয়, যা আগে করমুক্ত ছিল।

তবে এবার সাধারণ সামগ্রীর ওপরে জিএসটি চাপলে রাজ্যের মানুষের জীবন যে আরও দুর্বিষহ হয়ে পড়বে সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন: নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে, কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ অভিষেকের

রাজস্ব সচিব তরুণ বাজাজ ২৯ জুন জিএসটি কাউন্সিলের বৈঠকের পরে মিডিয়াকে জানান, বেশ কয়েকটি সামগ্রীর উপরে জিএসটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ১৮ জুলাই থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: আর্থিক তছরূপ আইনের আওতায় জিএসটি

লিগ্যাল মেট্রলজি অ্যাক্টের পরিপ্রেক্ষিতে প্যাকেটবন্দি তথা সংস্থার লেবেল সাঁটা দই, লস্যি, পনির, চাল, ডাল, আটা, গুড়, মধু, মুড়ি, মাছ, মাংসের মতো পণ্যের উপরে বসানো হবে ৫ শতাংশ হারে জিএসটি। এই সামগ্রীগুলি আগে জিএসটি মুক্ত ছিল। ব্যাংকের চেকবই পেতেও গ্রাহককে কর দিতে হবে। সেক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি চাপল।

আরও পড়ুন: Breaking: বিজেপিকে হারানোর অঙ্গীকার নিয়ে ফের বৈঠকে বসছে বিরোধীদলগুলি, দিনক্ষণ জানালেন শরদ পাওয়ার

অন্যদিকে চিকিৎসা পরিষেবার উপরে বসানো হয়েছে বাড়তি জিএসটি। ৫ শতাংশ জিএসটি হাসপাতালে বেড ভাড়ার জন্য গুণতে হবে। আইসিইউ-র জন্য আলাদা চার্জ।
অন্যদিকে জিএসটি পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, হোটেল ভাড়ার ক্ষেত্রে ১০০০ টাকার মধ্যে প্রতি দিনের ভাড়া হলে ১২ শতাংশ জিএসটি চাপানো হবে।

জিএসটির সংশোধিত তালিকা অনুসারে লেইডি লাইট, লেইডি ল্যাম্প-এর দামের উপরে ১২ থেকে ১৮ শতাংশ কর চাপানো হতে পারে। ছুড়ি, ব্লেট, কাগজ কাটার ছুড়ি, পেনসিল, পেনসিল কাটার কল, চামচ, কাঁটা চামচ, হাতা, খুন্তি প্রভৃতি একগুচ্ছ সামগ্রীকে ১২ থেকে ১৮ শতাংশ জিএসটির অধীনে রাখা হয়েছে। ভ্রমণের ক্ষেত্রের রোপওয়ে রাইড সস্তা হতে চলেছে। সেক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এছাড়া চিকিৎসা ক্ষেত্রে ফ্র্যাকচারের যন্ত্রপাতি, শরীরের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ, ইন্ট্রাওকুলার লেন্স, স্প্লিন্ট ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। জ্বালানির খরচ বিবেচনা করে পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।
অর্থপেডিক সামগ্রী, রোপওয়ের মাধ্যমে মালপত্র ও মানুষের বহনের ক্ষেত্রে, যেখানে জ্বালানি তেলে দাম সহ ট্রাক ভাড়া করা হয় সেক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমে হচ্ছে ১২ শতাংশ। কিছু প্রতিরক্ষা সামগ্রীর ক্ষেত্রেও রেট কমতে পারে।
অন্যদিকে ক্যাসিনো, লটারি, অনলাইন গেমের বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার জিএসটির আওতায় দই, লস্যি সহ আরও একাধিক সামগ্রী! ১৮ জুলাই থেকে সিদ্ধান্ত কার্যকর

আপডেট : ৯ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: জ্বালানি তেলের বাড়তি দামের কারণে লাগামছাড়া মূল্যবৃদ্ধি। এর মধ্যেই সাধারণ মানুষের অস্বস্তি বাড়িয়ে একাধিক পণ্যকে জিএসটির আওতায় আনা হচ্ছে। তুলে নেওয়া হচ্ছে সব পণ্য থেকে কর ছাড়ের সুবিধা। ফলে এবার প্যাকেটবন্দি তথা সংস্থার লেবেল সাঁটা দই, লস্যি, পনির, চাল, ডাল, আটা, গুড়, মধু, মুড়ি, মাছ, মাংসের মতো পণ্যের উপরে বসানো হতে পারে জিএসটি। ১৮ জুলাই থেকে দই, লস্যি সহ আরও একাধিক সামগ্রী জিএসটির আওতায় আসতে চলেছে।
জুন মাসের দিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে ৪৭ তম জিএসটি পরিষদ একটি বৈঠক করে। যেখানে বিভিন্ন আইটেমের উপর পণ্য ও পরিষেবা কর আরোপের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকে কাউন্সিল একাধিক আইটেমকে জিএসটি-র আওতায় আনতে সম্মত দেয়, যা আগে করমুক্ত ছিল।

তবে এবার সাধারণ সামগ্রীর ওপরে জিএসটি চাপলে রাজ্যের মানুষের জীবন যে আরও দুর্বিষহ হয়ে পড়বে সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন: নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে, কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ অভিষেকের

রাজস্ব সচিব তরুণ বাজাজ ২৯ জুন জিএসটি কাউন্সিলের বৈঠকের পরে মিডিয়াকে জানান, বেশ কয়েকটি সামগ্রীর উপরে জিএসটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ১৮ জুলাই থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: আর্থিক তছরূপ আইনের আওতায় জিএসটি

লিগ্যাল মেট্রলজি অ্যাক্টের পরিপ্রেক্ষিতে প্যাকেটবন্দি তথা সংস্থার লেবেল সাঁটা দই, লস্যি, পনির, চাল, ডাল, আটা, গুড়, মধু, মুড়ি, মাছ, মাংসের মতো পণ্যের উপরে বসানো হবে ৫ শতাংশ হারে জিএসটি। এই সামগ্রীগুলি আগে জিএসটি মুক্ত ছিল। ব্যাংকের চেকবই পেতেও গ্রাহককে কর দিতে হবে। সেক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি চাপল।

আরও পড়ুন: Breaking: বিজেপিকে হারানোর অঙ্গীকার নিয়ে ফের বৈঠকে বসছে বিরোধীদলগুলি, দিনক্ষণ জানালেন শরদ পাওয়ার

অন্যদিকে চিকিৎসা পরিষেবার উপরে বসানো হয়েছে বাড়তি জিএসটি। ৫ শতাংশ জিএসটি হাসপাতালে বেড ভাড়ার জন্য গুণতে হবে। আইসিইউ-র জন্য আলাদা চার্জ।
অন্যদিকে জিএসটি পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, হোটেল ভাড়ার ক্ষেত্রে ১০০০ টাকার মধ্যে প্রতি দিনের ভাড়া হলে ১২ শতাংশ জিএসটি চাপানো হবে।

জিএসটির সংশোধিত তালিকা অনুসারে লেইডি লাইট, লেইডি ল্যাম্প-এর দামের উপরে ১২ থেকে ১৮ শতাংশ কর চাপানো হতে পারে। ছুড়ি, ব্লেট, কাগজ কাটার ছুড়ি, পেনসিল, পেনসিল কাটার কল, চামচ, কাঁটা চামচ, হাতা, খুন্তি প্রভৃতি একগুচ্ছ সামগ্রীকে ১২ থেকে ১৮ শতাংশ জিএসটির অধীনে রাখা হয়েছে। ভ্রমণের ক্ষেত্রের রোপওয়ে রাইড সস্তা হতে চলেছে। সেক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এছাড়া চিকিৎসা ক্ষেত্রে ফ্র্যাকচারের যন্ত্রপাতি, শরীরের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ, ইন্ট্রাওকুলার লেন্স, স্প্লিন্ট ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। জ্বালানির খরচ বিবেচনা করে পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।
অর্থপেডিক সামগ্রী, রোপওয়ের মাধ্যমে মালপত্র ও মানুষের বহনের ক্ষেত্রে, যেখানে জ্বালানি তেলে দাম সহ ট্রাক ভাড়া করা হয় সেক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমে হচ্ছে ১২ শতাংশ। কিছু প্রতিরক্ষা সামগ্রীর ক্ষেত্রেও রেট কমতে পারে।
অন্যদিকে ক্যাসিনো, লটারি, অনলাইন গেমের বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে।