১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিডনি হারবার থেকে উঠে আসছেন বিশালাকায় পন্থ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার
  • / 26

 

পুবের কলম ওয়েবডেস্কঃ জল থেকে উঠে আসছেন বিশালাকায় এক মানুষ। পরনে ভারতীয় দলের জার্সি, মাথায় হেলমেট, হাতে ব্যাট। সিডনি হারবারের বুক চিরে সেই মানুষটির উঠে আসায় বোট টলমল। চমকে উঠছেন নৌকায় থাকা দাদু এবং তার নাতনি। সিডনি হারবারের জল থেকে উঠে সিডনি শহরের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন সেই বিশালাকায় মানুষটি। আসলে তিনি খুব ছোটখাটো একজন মানুষ। কিন্তু নিজের কীর্তিতে অস্ট্রেলিয়ায় বিরাট জনপ্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ।
আসলে গতবার অস্ট্রেলিয়ার সফরে ভারত যে সিরিজটি জিতেছিল সেই জয়ের অন্যতম কান্ডারী ছিলেন পন্থ। ব্রিসবেনে যেখানে কোনদিন কেউ অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি, সেখানে ঋষভের ব্যাটিং ভারতকে সিরিজ জিতিয়েছিল। তার মারমুখী মেজাজ বিশ্ব ক্রিকেটকে স্তম্ভিত করে রাখে। আর অস্ট্রেলিয়ার কাছে তিনি এখন রীতিমতো হিরো।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তা হবে অস্ট্রেলিয়ার মাটিতে। সেই বিশ্বকাপের প্রথম যে প্রোমোটি তৈরি করা হয়েছে তাতে এভাবেই পন্থকে সামনে আনা হয়েছে। যেন সে এক বিরাট ক্রিকেটার। ব্যাট হাতে মাঠে নামলে তার ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতে হবে। তাই জল থেকে ওঠার পরেই মাঠে তার একের পর এক ছক্কার ভিডিও প্রোমোতে দেখানো হয়েছে। ক্রিকেটপ্রেমীদের নজর যাতে বিশ্বকাপের দিকে যায় তাই অস্ট্রেলিয়া জুড়ে এভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রোমোশন করা হচ্ছে। এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে চমকদার ক্রিকেটার যে ঋষভ পন্থ, তাতে আর কোনও সন্দেহ নেই।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিডনি হারবার থেকে উঠে আসছেন বিশালাকায় পন্থ

আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ জল থেকে উঠে আসছেন বিশালাকায় এক মানুষ। পরনে ভারতীয় দলের জার্সি, মাথায় হেলমেট, হাতে ব্যাট। সিডনি হারবারের বুক চিরে সেই মানুষটির উঠে আসায় বোট টলমল। চমকে উঠছেন নৌকায় থাকা দাদু এবং তার নাতনি। সিডনি হারবারের জল থেকে উঠে সিডনি শহরের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন সেই বিশালাকায় মানুষটি। আসলে তিনি খুব ছোটখাটো একজন মানুষ। কিন্তু নিজের কীর্তিতে অস্ট্রেলিয়ায় বিরাট জনপ্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ।
আসলে গতবার অস্ট্রেলিয়ার সফরে ভারত যে সিরিজটি জিতেছিল সেই জয়ের অন্যতম কান্ডারী ছিলেন পন্থ। ব্রিসবেনে যেখানে কোনদিন কেউ অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি, সেখানে ঋষভের ব্যাটিং ভারতকে সিরিজ জিতিয়েছিল। তার মারমুখী মেজাজ বিশ্ব ক্রিকেটকে স্তম্ভিত করে রাখে। আর অস্ট্রেলিয়ার কাছে তিনি এখন রীতিমতো হিরো।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তা হবে অস্ট্রেলিয়ার মাটিতে। সেই বিশ্বকাপের প্রথম যে প্রোমোটি তৈরি করা হয়েছে তাতে এভাবেই পন্থকে সামনে আনা হয়েছে। যেন সে এক বিরাট ক্রিকেটার। ব্যাট হাতে মাঠে নামলে তার ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতে হবে। তাই জল থেকে ওঠার পরেই মাঠে তার একের পর এক ছক্কার ভিডিও প্রোমোতে দেখানো হয়েছে। ক্রিকেটপ্রেমীদের নজর যাতে বিশ্বকাপের দিকে যায় তাই অস্ট্রেলিয়া জুড়ে এভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রোমোশন করা হচ্ছে। এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে চমকদার ক্রিকেটার যে ঋষভ পন্থ, তাতে আর কোনও সন্দেহ নেই।