১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুত্র সন্তানের মা হলেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা, শেয়ার করলেন ছবিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার
  • / 29

পুবের কলম ওয়েবডেস্কঃ পুত্র সন্তানের মা হলেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। গত  পয়লা জুলাই পৃথিবীর আলো দেখে শারাপোভা এবং ব্রিটিশ শিল্পপতি আলেকজান্ডার  গিলকেসের  প্রথম সন্তান  থিওডোর। ইন্সটাগ্রামে শারাপোভা এবং আলেকজান্ডার এই সুখবর দিয়েছেন শনিবার। সঙ্গে শেয়ার করেছেন নবজাতকের ছবিও।

ইন্সটাতে এই টেনিস সুন্দরী লেখেন আমাদের ছোট্ট এবং সুন্দর পরিবারের জন্য একটা চ্যালেঞ্জিং এবং পুরষ্কারস্বরুপ  উপহার। ২০২০ সালে মারিইয়া এবং আলেকজান্ডারের সম্পর্কের কথা জানা যায়। বাগদানের ছবিও প্রকাশ করেন তাঁরা। ২০২২ এর এপ্রিল মাসে এই প্রাক্তন টেনিস তারকা জানান তিনি মা হতে চলেছেন। শারাপোভা টেনিসের চারটি গ্রান্ডস্লামই জিতেছেন। মোট পাঁচটি গ্রান্ডস্লাম আছে তাঁর ঝুলিতে।

২০০৪  সালে মাত্র ১৭ বছর বয়সে উম্বলডন জয় দিয়ে কেরিয়ারের সূচনা করেন। এর পর ২০০৬  সালে যুক্তরাষ্ট্র ওপেন, ২০০৮  সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং২০১২  ও ২০১৪  সালে ফ্রেঞ্চ ওপেন জেতেন শারাপোভা ৷ ২০২০ সালে ২৬  ফেব্রুয়ারি তিনি টেনিসকে আলবিদা জানান এই টেনিস সুন্দরী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুত্র সন্তানের মা হলেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা, শেয়ার করলেন ছবিও

আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পুত্র সন্তানের মা হলেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। গত  পয়লা জুলাই পৃথিবীর আলো দেখে শারাপোভা এবং ব্রিটিশ শিল্পপতি আলেকজান্ডার  গিলকেসের  প্রথম সন্তান  থিওডোর। ইন্সটাগ্রামে শারাপোভা এবং আলেকজান্ডার এই সুখবর দিয়েছেন শনিবার। সঙ্গে শেয়ার করেছেন নবজাতকের ছবিও।

ইন্সটাতে এই টেনিস সুন্দরী লেখেন আমাদের ছোট্ট এবং সুন্দর পরিবারের জন্য একটা চ্যালেঞ্জিং এবং পুরষ্কারস্বরুপ  উপহার। ২০২০ সালে মারিইয়া এবং আলেকজান্ডারের সম্পর্কের কথা জানা যায়। বাগদানের ছবিও প্রকাশ করেন তাঁরা। ২০২২ এর এপ্রিল মাসে এই প্রাক্তন টেনিস তারকা জানান তিনি মা হতে চলেছেন। শারাপোভা টেনিসের চারটি গ্রান্ডস্লামই জিতেছেন। মোট পাঁচটি গ্রান্ডস্লাম আছে তাঁর ঝুলিতে।

২০০৪  সালে মাত্র ১৭ বছর বয়সে উম্বলডন জয় দিয়ে কেরিয়ারের সূচনা করেন। এর পর ২০০৬  সালে যুক্তরাষ্ট্র ওপেন, ২০০৮  সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং২০১২  ও ২০১৪  সালে ফ্রেঞ্চ ওপেন জেতেন শারাপোভা ৷ ২০২০ সালে ২৬  ফেব্রুয়ারি তিনি টেনিসকে আলবিদা জানান এই টেনিস সুন্দরী।