২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁধের মাটি খসে যাচ্ছে, জলোচ্ছ্বাসে যে কোন মুহূর্তে প্লাবনের আশঙ্কায় ভুগছে সন্দেশখালি 

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
  • / 46

ছবি: সন্দেশখালি ২ ব্লকের রায়মঙ্গল নদীর তীরে মনিপুর গ্রামের বিপর্যস্ত বাঁধ, ইনসেটে আশঙ্কার কথা শোনাচ্ছেন গ্রামবাসীরা।

পুবের কলম প্রতিবেদক,  বসিরহাটঃ সুন্দরবনের সন্দেশখালি ২  ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের রায়মঙ্গল নদীর বাঁধে ব্যাপক মাটির স্খালন শুরু হয়েছে। মাটি সরে গিয়ে সরু সুতোর মতো অবস্থা বাঁধের। যেকোনো মুহূর্তে রায়মঙ্গল নদী গ্রাস করবে গোটা গ্রামকে। দীর্ঘদিন ধরে মণিপুর পূর্বপাড়া, মিঠাখালি ও নলপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় কয়েক কিলোমিটার নদী বাঁধের অবস্থা শোচনীয় হয়ে রয়েছে। তার ওপর ভরা কোটালে রায়মঙ্গল নদীর জল বেড়ে যাওয়ায়, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসীরা। তাদের দাবি যত দ্রুত সম্ভব এই নদীর বাঁধ মেরামতি করা হোক।নাহলে যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকতে পারে। তাই একপ্রকার রাত পাহারা দিচ্ছেন এলাকাবাসীরা। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলী। তিনি কথা বললেন এলাকাবাসীদের সঙ্গে। দ্রুত এই রায়মঙ্গল নদী বাঁধের কাজ হবে বলে জানান তিনি। সব মিলিয়ে বলা যায় কোটাল পরবর্তী সুন্দরবন বাঁধ ভাঙ্গার আশঙ্কায় দিন কাটাচ্ছে।

 

আরও পড়ুন: সন্দেশখালিতে প্রিয়দর্শনীর হাত ধরে বিজেপির ৫০ পরিবার তৃণমূলে

আরও পড়ুন: সন্দেশখালিকে ফের অশান্ত করার অভিযোগের তীর বিজেপির দিকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাঁধের মাটি খসে যাচ্ছে, জলোচ্ছ্বাসে যে কোন মুহূর্তে প্লাবনের আশঙ্কায় ভুগছে সন্দেশখালি 

আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক,  বসিরহাটঃ সুন্দরবনের সন্দেশখালি ২  ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের রায়মঙ্গল নদীর বাঁধে ব্যাপক মাটির স্খালন শুরু হয়েছে। মাটি সরে গিয়ে সরু সুতোর মতো অবস্থা বাঁধের। যেকোনো মুহূর্তে রায়মঙ্গল নদী গ্রাস করবে গোটা গ্রামকে। দীর্ঘদিন ধরে মণিপুর পূর্বপাড়া, মিঠাখালি ও নলপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় কয়েক কিলোমিটার নদী বাঁধের অবস্থা শোচনীয় হয়ে রয়েছে। তার ওপর ভরা কোটালে রায়মঙ্গল নদীর জল বেড়ে যাওয়ায়, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসীরা। তাদের দাবি যত দ্রুত সম্ভব এই নদীর বাঁধ মেরামতি করা হোক।নাহলে যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকতে পারে। তাই একপ্রকার রাত পাহারা দিচ্ছেন এলাকাবাসীরা। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলী। তিনি কথা বললেন এলাকাবাসীদের সঙ্গে। দ্রুত এই রায়মঙ্গল নদী বাঁধের কাজ হবে বলে জানান তিনি। সব মিলিয়ে বলা যায় কোটাল পরবর্তী সুন্দরবন বাঁধ ভাঙ্গার আশঙ্কায় দিন কাটাচ্ছে।

 

আরও পড়ুন: সন্দেশখালিতে প্রিয়দর্শনীর হাত ধরে বিজেপির ৫০ পরিবার তৃণমূলে

আরও পড়ুন: সন্দেশখালিকে ফের অশান্ত করার অভিযোগের তীর বিজেপির দিকে