১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বেকহ্যাম ও রোনল্ডো এবার ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
  • / 19

পুবের কলম প্রতিবেদক: একজন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন বহুদিন আগে। আর একজন আন্তর্জাতিক ফুটবলে কেরিয়ারের প্রায় শেষ লগ্নে। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু অবসর নিয়ে ফেলেও কমনওয়েলথে ফের ট্র্যাকে ফিরছেন বেকহ্যাম। আর রোনাল্ডো খেলবেন কমনওয়েলথ গেমসে। অবাক হওয়ার মতো এই ঘটনা ঘটলেও এই বেকহ্যাম কিন্তু ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম নন, বা এই রোনাল্ডো পর্তুগীজ ফুটবল রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা ব্রাজিলের রোনাল্ডো নন। এই রোনাল্ডো মনিপুরের সাইক্লিস্ট রোনাল্ডো লাইতোনজাম সিং। মনিপুর মূলত ফুটবলের জায়গা হলেও এবং তাঁর নামের সঙ্গে কিংবদন্তি দুই রোনাল্ডোর নামের মিল থাকলেও মনিপুরের রোনাল্ডো সিংয়ের ফুটবলের প্রতি বিমাত্র উৎসাহ কোনওকালেই ছিল না। বরং ছোট থেকেই তিনি সর্বোচ্চ উচ্চতার ডাইভিং, জিমন্যাস্টিক, সাঁতার এই সবেই স্বচ্ছন্দ ¨ ছিলেন।

১৪ বছর বয়সে সাইক্লিংয়ে আসেন। তারপর থেকে এটাকেই পেশা করে নেন রোনাল্ডো সিং। এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রোনাল্ডো। প্রথম কোনও ভারতীয় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।  কোয়ার্টার ফাইনালে তিনি জাতীয় রেকর্ড গড়েছিলেন। জুনিয়র বিশ্বকাপে সোনাও জিতেছিলেন রোনাল্ডো সিং।

অন্যদিকে ১৯ বছরের ডেভিড বেকহ্যাম আন্দামান  ও নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবরের বাসিন্দা । ২০২০ সালের ইয়ুথ গেমসে গুয়াহাটিতে সোনা জিতে চমক দিয়েছিলেন বেকহ্যাম। তাঁর নাম সর্বসমক্ষে আসার পর অনেকেই তাঁর নাম শুনে চমকে গিয়েছেন। ব্রিটিশ ফুটবল রাজপুত্র ডেভিড বেকহ্যামের ফ্যান ছিলেন  আন্দামানের বেকহ্যামের দাদু। তিনিই নাতির এই নামকরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই নামে চমকে গিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেকহ্যাম ও রোনল্ডো এবার ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে

আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: একজন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন বহুদিন আগে। আর একজন আন্তর্জাতিক ফুটবলে কেরিয়ারের প্রায় শেষ লগ্নে। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু অবসর নিয়ে ফেলেও কমনওয়েলথে ফের ট্র্যাকে ফিরছেন বেকহ্যাম। আর রোনাল্ডো খেলবেন কমনওয়েলথ গেমসে। অবাক হওয়ার মতো এই ঘটনা ঘটলেও এই বেকহ্যাম কিন্তু ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম নন, বা এই রোনাল্ডো পর্তুগীজ ফুটবল রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা ব্রাজিলের রোনাল্ডো নন। এই রোনাল্ডো মনিপুরের সাইক্লিস্ট রোনাল্ডো লাইতোনজাম সিং। মনিপুর মূলত ফুটবলের জায়গা হলেও এবং তাঁর নামের সঙ্গে কিংবদন্তি দুই রোনাল্ডোর নামের মিল থাকলেও মনিপুরের রোনাল্ডো সিংয়ের ফুটবলের প্রতি বিমাত্র উৎসাহ কোনওকালেই ছিল না। বরং ছোট থেকেই তিনি সর্বোচ্চ উচ্চতার ডাইভিং, জিমন্যাস্টিক, সাঁতার এই সবেই স্বচ্ছন্দ ¨ ছিলেন।

১৪ বছর বয়সে সাইক্লিংয়ে আসেন। তারপর থেকে এটাকেই পেশা করে নেন রোনাল্ডো সিং। এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রোনাল্ডো। প্রথম কোনও ভারতীয় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।  কোয়ার্টার ফাইনালে তিনি জাতীয় রেকর্ড গড়েছিলেন। জুনিয়র বিশ্বকাপে সোনাও জিতেছিলেন রোনাল্ডো সিং।

অন্যদিকে ১৯ বছরের ডেভিড বেকহ্যাম আন্দামান  ও নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবরের বাসিন্দা । ২০২০ সালের ইয়ুথ গেমসে গুয়াহাটিতে সোনা জিতে চমক দিয়েছিলেন বেকহ্যাম। তাঁর নাম সর্বসমক্ষে আসার পর অনেকেই তাঁর নাম শুনে চমকে গিয়েছেন। ব্রিটিশ ফুটবল রাজপুত্র ডেভিড বেকহ্যামের ফ্যান ছিলেন  আন্দামানের বেকহ্যামের দাদু। তিনিই নাতির এই নামকরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই নামে চমকে গিয়েছেন।