০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফের ট্রেন ভাড়ায় ছাড় মিলতে পারে প্রবীণ নাগরিকদের! ইঙ্গিত কেন্দ্রীয় রেলমন্ত্রকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার
  • / 154

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার প্রবীণ নাগরিকদের জন্য ফের রেলভাড়ায় ছাড় মিলতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই প্রশ্ন করা হলে তিনি সে রকম কোনও সদুত্তর দিতে পারেননি।

তবে এবার প্রবীণ নাগরিকদের জন্য ফের ট্রেনের টিকিটে ছাড়ের ব্যবস্থা ফিরে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রেল মন্ত্রক। তবে সেই ব্যবস্থা ফের কবে থেকে শুরু হতে পারে, সেই ব্যাপারে এখনও কিছু স্পষ্টবার্তা দেয়নি মন্ত্রক।

আরও পড়ুন: কাউন্সিলরের উদ্যোগে বয়স্কদের নিয়ে তীর্থ ভ্রমণ 

করোনা আবহে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে রেল পরিষেবা। সেই সময় ক্ষতিপূরণ পূর্ণ করার জন্য প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় তুলে দেওয়া হয়। এবার আবার সেই সুদিন ফিরে আসতে চলেছে। বর্তমানে আগের থেকে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। ফলে প্রবীণ নাগরিকদের টিকিটে ফের ছাড়ের ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা চালাচ্ছে কেন্দ্র। ছাড়ের ব্যবস্থা তুলে দেওয়ার ফলে  প্রবীণ নাগরিক থেকে খেলোয়াড়, বিভিন্ন শ্রেণিও  এর মধ্যে অন্তর্গত রয়েছে,যারা এতদিন ট্রেনের টিকিটে ছাড় পাননি।

আরও পড়ুন: ট্রেনের টিকিটে কনসেশান নেই রেল বিমুখ হচ্ছেন প্রবীণরা

সূত্রের খবর, বর্তমানে রেল পরিষেবা অনেকটাই স্বাভাবিক। ২০২০ সালের মার্চ মাসে দেশে করোনার বাড়-বাড়ন্ত শুরু হয়। লকডাউনে বন্দি হয়ে পড়ে দেশ। স্তব্ধ হয়ে পড়ে রেল পরিষেবা। আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।  পরবর্তী সময়ে ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও, টিকিটে যে বিভিন্ন ছাড় দেওয়া হয়, বিশেষত প্রবীণ নাগরিকদের, তা তুলে নেওয়া হয়। ফলে সকল যাত্রীদেরই সমান ভাড়া গুণতে হয়েছে এখনও অবধি। এই ইস্যু নিয়ে বিরোধীরা একাধিকবার সরব হয়েছেন। এমনকি বিজেপি সাংসদ বরুণ গান্ধিও প্রশ্ন তুলেছিলেন যে প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটের ক্ষেত্রে যে ছাড় পান, তা তুলে কেন নেওয়া হল, যেখানে সাংসদরা এখনও যাবতীয় ছাড় ও সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুন: দৃষ্টিহীন, বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ নাগরিকদের পুজোর আনন্দে সামিল করতে বিশেষ উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা

গতবছর সংসদে কেন্দ্রের তরফে জানানো হয়, করোনাকালে রেলের আয় অনেকটাই কমে যাওয়া ছাড় তুলে নেওয়ার অন্যতম কারণ। সেই কারণেই বোঝা হয়ে দাঁড়িয়েছিল এই ছাড়ের ব্যবস্থা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ট্রেন ভাড়ায় ছাড় মিলতে পারে প্রবীণ নাগরিকদের! ইঙ্গিত কেন্দ্রীয় রেলমন্ত্রকের

আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার প্রবীণ নাগরিকদের জন্য ফের রেলভাড়ায় ছাড় মিলতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই প্রশ্ন করা হলে তিনি সে রকম কোনও সদুত্তর দিতে পারেননি।

তবে এবার প্রবীণ নাগরিকদের জন্য ফের ট্রেনের টিকিটে ছাড়ের ব্যবস্থা ফিরে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রেল মন্ত্রক। তবে সেই ব্যবস্থা ফের কবে থেকে শুরু হতে পারে, সেই ব্যাপারে এখনও কিছু স্পষ্টবার্তা দেয়নি মন্ত্রক।

আরও পড়ুন: কাউন্সিলরের উদ্যোগে বয়স্কদের নিয়ে তীর্থ ভ্রমণ 

করোনা আবহে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে রেল পরিষেবা। সেই সময় ক্ষতিপূরণ পূর্ণ করার জন্য প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় তুলে দেওয়া হয়। এবার আবার সেই সুদিন ফিরে আসতে চলেছে। বর্তমানে আগের থেকে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। ফলে প্রবীণ নাগরিকদের টিকিটে ফের ছাড়ের ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা চালাচ্ছে কেন্দ্র। ছাড়ের ব্যবস্থা তুলে দেওয়ার ফলে  প্রবীণ নাগরিক থেকে খেলোয়াড়, বিভিন্ন শ্রেণিও  এর মধ্যে অন্তর্গত রয়েছে,যারা এতদিন ট্রেনের টিকিটে ছাড় পাননি।

আরও পড়ুন: ট্রেনের টিকিটে কনসেশান নেই রেল বিমুখ হচ্ছেন প্রবীণরা

সূত্রের খবর, বর্তমানে রেল পরিষেবা অনেকটাই স্বাভাবিক। ২০২০ সালের মার্চ মাসে দেশে করোনার বাড়-বাড়ন্ত শুরু হয়। লকডাউনে বন্দি হয়ে পড়ে দেশ। স্তব্ধ হয়ে পড়ে রেল পরিষেবা। আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।  পরবর্তী সময়ে ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও, টিকিটে যে বিভিন্ন ছাড় দেওয়া হয়, বিশেষত প্রবীণ নাগরিকদের, তা তুলে নেওয়া হয়। ফলে সকল যাত্রীদেরই সমান ভাড়া গুণতে হয়েছে এখনও অবধি। এই ইস্যু নিয়ে বিরোধীরা একাধিকবার সরব হয়েছেন। এমনকি বিজেপি সাংসদ বরুণ গান্ধিও প্রশ্ন তুলেছিলেন যে প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটের ক্ষেত্রে যে ছাড় পান, তা তুলে কেন নেওয়া হল, যেখানে সাংসদরা এখনও যাবতীয় ছাড় ও সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুন: দৃষ্টিহীন, বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ নাগরিকদের পুজোর আনন্দে সামিল করতে বিশেষ উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা

গতবছর সংসদে কেন্দ্রের তরফে জানানো হয়, করোনাকালে রেলের আয় অনেকটাই কমে যাওয়া ছাড় তুলে নেওয়ার অন্যতম কারণ। সেই কারণেই বোঝা হয়ে দাঁড়িয়েছিল এই ছাড়ের ব্যবস্থা।