২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বাড়াচ্ছে নবান্ন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার
  • / 44

পুবের কলম প্রতিবেদক: অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় অনেকটাই পেনশন বাড়বে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল নবান্নের অর্থদফতর।

২০১৬ সালের জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন তাঁদের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে বেতন হবে, তার ৫০ শতাংশ পাবেন। আগে পুরনো বেতন কমিশনের নিরিখেই তাঁরা পেনশন পাচ্ছিলেন। ফলে নতুন সিদ্ধান্ত কার্যকরের পর এক ধাক্কায় অনেকটাই বাড়তি অর্থ হাতে পাবেন তাঁরা।

আরও পড়ুন: নবান্নে জমা পড়ল পুরীতে প্রস্তাবিত বঙ্গনিবাস নির্মাণের নকশা

নবান্নের হিসাব, সবমিলিয়ে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ কর্মচারী উপকৃত হবেন। স্কুল শিক্ষক বা পুরসভা-পঞ্চায়েতের কর্মীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

আরও পড়ুন: জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের

রাজ্য সরকারী কর্মচারীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে অবসরকালীন সময়ের মূল বেতনের ৫০ শতাংশ দেওয়া হয়। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে পরিবারের সদস্য পান ৩০ শতাংশ। ২০১৬ সালের ১ জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা কিছু পদ্ধতিগত ত্রুটির কারণে সর্বশেষ রোপা অনুযায়ী অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে মূল বেতনের ৫০ শতাংশ হারে পেনশন পাচ্ছিলেন না।

আরও পড়ুন: বেআইনি বাজি কারবার রুখতে নবান্নের নির্দেশে কমিটি গঠনের সিদ্ধান্ত

উল্লেখ্য,  ২০১৯ সালের শেষের দিকে সর্বশেষ রোপা আইন লাগু হয়েছে। নবান্নের অর্থদপ্তরের নতুন বিজ্ঞপ্তি জারির পর স্বাগত জানিয়ে সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, যে কোনও কারণেই হোক, ২০১৬ সালের আগে অবসর নেওয়া কর্মীরা বঞ্চিত হচ্ছিলেন। সরকার সমস্ত কিছু শুধরে নেওয়ায় কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বাড়াচ্ছে নবান্ন

আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় অনেকটাই পেনশন বাড়বে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল নবান্নের অর্থদফতর।

২০১৬ সালের জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন তাঁদের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে বেতন হবে, তার ৫০ শতাংশ পাবেন। আগে পুরনো বেতন কমিশনের নিরিখেই তাঁরা পেনশন পাচ্ছিলেন। ফলে নতুন সিদ্ধান্ত কার্যকরের পর এক ধাক্কায় অনেকটাই বাড়তি অর্থ হাতে পাবেন তাঁরা।

আরও পড়ুন: নবান্নে জমা পড়ল পুরীতে প্রস্তাবিত বঙ্গনিবাস নির্মাণের নকশা

নবান্নের হিসাব, সবমিলিয়ে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ কর্মচারী উপকৃত হবেন। স্কুল শিক্ষক বা পুরসভা-পঞ্চায়েতের কর্মীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

আরও পড়ুন: জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের

রাজ্য সরকারী কর্মচারীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে অবসরকালীন সময়ের মূল বেতনের ৫০ শতাংশ দেওয়া হয়। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে পরিবারের সদস্য পান ৩০ শতাংশ। ২০১৬ সালের ১ জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা কিছু পদ্ধতিগত ত্রুটির কারণে সর্বশেষ রোপা অনুযায়ী অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে মূল বেতনের ৫০ শতাংশ হারে পেনশন পাচ্ছিলেন না।

আরও পড়ুন: বেআইনি বাজি কারবার রুখতে নবান্নের নির্দেশে কমিটি গঠনের সিদ্ধান্ত

উল্লেখ্য,  ২০১৯ সালের শেষের দিকে সর্বশেষ রোপা আইন লাগু হয়েছে। নবান্নের অর্থদপ্তরের নতুন বিজ্ঞপ্তি জারির পর স্বাগত জানিয়ে সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, যে কোনও কারণেই হোক, ২০১৬ সালের আগে অবসর নেওয়া কর্মীরা বঞ্চিত হচ্ছিলেন। সরকার সমস্ত কিছু শুধরে নেওয়ায় কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন।