হাইকোর্টের নির্দেশে পার্থকে দেখতে ইডির তত্ত্বাবধানে ভুবনেশ্বরের এইমস থেকে চিকিৎসকরা আসছেন SSKM-এ

- আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির তত্ত্বাবধানে ভুবনেশ্বরের এইমস থেকে চিকিৎসকরা আসছেন কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবার জন্য। পরীক্ষা করে দেখবেন কতটুকু তিনি অসুস্থ আছেন। সেই রিপোর্ট দেবেন ইডিকে। আগামীকাল ইডি সেই রিপোর্ট পেশ করবে আদালতে। তারপরেই পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে থাকবেন না সিজিও কমপ্লেক্সে থাকবেন সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্ট।
বর্তমানে এসএসকেএম-এ রয়েছেন রাজ্যের মন্ত্রী। এসএসকেএম সূত্রে খবর, কার্ডিওলজিস্ট তুষার পাত্রের নেতৃত্বে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়াও মেডিক্যাল বোর্ডে নেফ্রোলজি, চেস্ট, মেডিসিন, এন্ডোক্রিনোলজিস্ট, অর্থোপেডিক বিভাগের চিকিৎসকেরা রয়েছেন। একাধিক সমস্যায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী। হাঁটুতে ব্যথা রয়েছে তার। ডায়াবেটিসের জন্য রয়েছেন এন্ডোক্রিনোলজি। মন্ত্রীর হার্টে ব্লক রয়েছে। প্রধানত সেই বিষয়টিরই চিকিৎসা চলছে। ক্রনিক কিডনি ডিজিজের রোগী হওয়ায় ক্রিয়েটিনিন, ইউরিনের পরীক্ষা হবে। কিডনির অসুখের কারণে মন্ত্রীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা প্রায় কমে যায়। হিমোগ্লোবিনের পাশাপাশি রক্তের অন্যান্য পরীক্ষা করার জন্য সকালে নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার রাতেই ইসিজি, ইকো করানো হয়েছে মন্ত্রীর। এর পরে ট্রপ-টি, স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত পরীক্ষা করারও পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। আপাতত মন্ত্রী শরীরে যা অবস্থা তাতে আর কয়েকদিন এই হাসপাতালেই থাকতে হবে বলে মনে করছেন চিকিৎসকেরা।
প্রথমে পার্থ চট্টোপাধ্যায়কে আইসিইউতে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করে এসি ওয়ান কেবিনে। তাঁর বেড নম্বর ছিল ১৮। নিরাপত্তাজনিত কারণের পাশাপাশি সংক্রমণের সম্ভাবনা এড়াতে মন্ত্রীকে এসি-ওয়ান কেবিনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।