২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকতার চাকরিতে ঠিক কত শূন্যপদ আছে রাজ্যে, ২৯ জুলাইয়ের মধ্যে জানানোর নির্দেশ আদালতের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার
  • / 71

পুবের কলম প্রতিবেদক: শিক্ষক নিয়োগ নিয়ে সাম্প্রতিক সময়কালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক নজিরবিহীন নির্দেশ দিয়ে চলেছেন। তা  সাধারণ চাকরিপ্রার্থীদের কাছে আশার আলো দেখাচ্ছে। সোমবারও তার ব্যতিক্রম ঘটল না। এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি পর্বে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে এই মুহূর্তে শিক্ষকতার চাকরিতে ঠিক কত শূন্যপদ রয়েছে? তা ২৯ জুলাইয়ের মধ্যে রাজ্য সরকার কে জানাতে হবে। এদিন কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে রাখা হয়েছে বলে অভিযোগ আসছিল চাকরীপ্রার্থীদের কাছ থেকে। সেই নিয়োগ নিয়েই এদিন বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় ২৯ জুলাইয়ের  মধ্যে শূণ্যপদ কত আছে তা  জানাতে হবে রাজ্যের শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতার জন্য আদালতে বিবেচনাধীন রয়েছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা। সেজন্য  অনেকের চাকরি হচ্ছে না। বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবর  জেনেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

এই প্রেক্ষিতেই তিনি এই বিষয়ে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা গ্রহণ করার নির্দেশ দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আদৌ আদালতের  কোনও নিষেধাজ্ঞা রয়েছে কিনা? কিংবা থাকলেও তা কোথায় রয়েছে?  সেই তথ্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে রাজ্যকে।

আরও পড়ুন: নুতন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট,শুন্যপদ এখনও ২৮

রাজ্যে সরকারের তরফে মাদ্রাসা এবং লাইব্রেরী সংক্রান্ত তথ্যও তলব করেছে আদালত। আগামী ২৯ জুলাইয়ের মধ্যেই এই তথ্য চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খতিয়ে দেখবে যে সব নিষেধাজ্ঞা দূর করে যাতে অবিলম্বে এই শূন্যপদে চাকরি দেওয়া যায় কিনা। এদিন তাই রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের তালিকা চেয়ে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার তিনি এজলাসে মামলার শুনানি পর্বে জানান দু’তিন দিনের মধ্যে রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের তালিকা তাঁর কাছে জমা দিতে হবে। ওই শূন্যপদে যদি গ্রন্থাগারিক নিয়োগের পদও থাকে, তবে তা-ও দেখাতে হবে। বিচারপতি বলেছেন, আমি জানতে চাই বেকারদের জন্য কত পদ খালি রয়েছে’।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিক্ষকতার চাকরিতে ঠিক কত শূন্যপদ আছে রাজ্যে, ২৯ জুলাইয়ের মধ্যে জানানোর নির্দেশ আদালতের

আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: শিক্ষক নিয়োগ নিয়ে সাম্প্রতিক সময়কালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক নজিরবিহীন নির্দেশ দিয়ে চলেছেন। তা  সাধারণ চাকরিপ্রার্থীদের কাছে আশার আলো দেখাচ্ছে। সোমবারও তার ব্যতিক্রম ঘটল না। এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি পর্বে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে এই মুহূর্তে শিক্ষকতার চাকরিতে ঠিক কত শূন্যপদ রয়েছে? তা ২৯ জুলাইয়ের মধ্যে রাজ্য সরকার কে জানাতে হবে। এদিন কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে রাখা হয়েছে বলে অভিযোগ আসছিল চাকরীপ্রার্থীদের কাছ থেকে। সেই নিয়োগ নিয়েই এদিন বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় ২৯ জুলাইয়ের  মধ্যে শূণ্যপদ কত আছে তা  জানাতে হবে রাজ্যের শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতার জন্য আদালতে বিবেচনাধীন রয়েছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা। সেজন্য  অনেকের চাকরি হচ্ছে না। বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবর  জেনেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

এই প্রেক্ষিতেই তিনি এই বিষয়ে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা গ্রহণ করার নির্দেশ দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আদৌ আদালতের  কোনও নিষেধাজ্ঞা রয়েছে কিনা? কিংবা থাকলেও তা কোথায় রয়েছে?  সেই তথ্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে রাজ্যকে।

আরও পড়ুন: নুতন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট,শুন্যপদ এখনও ২৮

রাজ্যে সরকারের তরফে মাদ্রাসা এবং লাইব্রেরী সংক্রান্ত তথ্যও তলব করেছে আদালত। আগামী ২৯ জুলাইয়ের মধ্যেই এই তথ্য চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খতিয়ে দেখবে যে সব নিষেধাজ্ঞা দূর করে যাতে অবিলম্বে এই শূন্যপদে চাকরি দেওয়া যায় কিনা। এদিন তাই রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের তালিকা চেয়ে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার তিনি এজলাসে মামলার শুনানি পর্বে জানান দু’তিন দিনের মধ্যে রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের তালিকা তাঁর কাছে জমা দিতে হবে। ওই শূন্যপদে যদি গ্রন্থাগারিক নিয়োগের পদও থাকে, তবে তা-ও দেখাতে হবে। বিচারপতি বলেছেন, আমি জানতে চাই বেকারদের জন্য কত পদ খালি রয়েছে’।