ভুবনেশ্বর থেকে পার্থকে আনা হল কলকাতায়, নিয়ে যাওয়া হল সিজিও কমপ্লেক্সে
- আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 70
পুবের কলম ওয়েবডেস্কঃ মঙ্গলবার সকালেই ভুবনেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। আজই অর্পিতা মুখোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা।
মঙ্গলবার সকাল ৬ টা ৩৪ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামে উড়ান। সেখান থেকেই রাজ্যের শিল্প মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে।
সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর জানিয়ে দেওয়া হয়, পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে পুরনো সমস্যা থাকলেও মারাত্মক কিছু নয়। হাসপাতালে ভর্তি থাকতে হবে না। মঙ্গলবার ভোরেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ফের কলকাতায় নিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সোমবার ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এরপরই কলকাতায় ইডির বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। সেখানে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানোর ব্যবস্থা করে ইডি। সোমবার রাত ১১টার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আরও ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ দেয় ইডির বিশেষ আদালত।