“কসমিক কাইট” মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে এবার মহাবিশ্বে আস্ত উপগ্রহ
- আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 56
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় দেড়বছর হতে চলল তিনি বিদায় নিয়েছেন। কিন্তু দিয়েগো আর্মান্দো মারাদোনাকে ফুটবল বিশ্ব মনে রেখেছে নানা ভাবে।ফুটবল ঈশ্বরকে শ্রদ্ধা জানাতে বানানো হয়েছে তাঁর মূর্তি, আস্ত একটি বিমানকে রূপ দেওয়া হয়েছে দিয়েগো জাদুঘরে।
এইবার ফুটবল রাজপুত্রের নামে আস্ত একটি উপগ্রহ পাড়ি জমাবে মহাবিশ্বে। যার নাম দেওয়া হয়েছে কসমিক কাইট। মারাদোনা কে কসমিক কাইট বলে বলে প্রথম ডাকেন এক উরুগুয়ের সাংবাদিক।
ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা গোলের পর সেই নাম সর্বত্র ডাকা শুরু হয়ে যায়। দেশের মানুষও তাঁকে ওই নামে ডাকতেন।
আর্জেন্টিনীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশে দিয়েগোর ব্যবহৃত সামগ্রী পাঠানো হবে।
মারাদোনার একজোড়া জুতো, এবং একটি হার্ড ড্রাইভ জুড়ে দেওয়া হবে ওই কৃত্তিম উপগ্রহর সঙ্গে। হার্ড ড্রাইভে থাকবে সারা বিশ্বের দিয়েগো অনুরাগীদের পাঠানো অডিও এবং ভিডিও বার্তা।






























