০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জেরার মাঝেই চিনি ছাড়া ব্ল্যাক কফি চাইলেন অর্পিতা, মা এর কথা মনে করে কাঁদলেন লকআপে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 53

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সদ্য মন্ত্রীত্ব খোয়ালেন পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত মিলেছে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনার গহনা, সোনার বার, ২০ টি বিদেশি মোবাইলও। আক্ষরিক অর্থেই কুবেরের সম্পদের সন্ধান মিলেছে।

আরও পড়ুন: অর্পিতার বয়ান সামনে রেখেই আজ প্রেসিডেন্সি জেলে পার্থকে জেরা ইডির

মডেল ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনেই ১০ দিনের ইডি হেফাজতে রয়েছেন। চলছে ম্যারাথন জেরা। এই বিত্তশালীরা কেমন আছেন লকআপে, কিভাবে কাটছে দিন, কি খাচ্ছেন তা নিয়েও সাধারণের মধ্যে আগ্রহ চূড়ান্ত।

আরও পড়ুন: আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে পার্থ ও অর্পিতাকে, দুজনের জেল হেফাজতের আবেদন জানাবে ইডি

ইডি সূত্রের খবর মানসিক দিক থেকে যথেষ্ট কঠিন অর্পিতা। দুঁদে ইডি গোয়েন্দাদের অভিজ্ঞতা বলছে সারদা মামলায় সুদীপ্ত সেনের ছায়াসঙ্গী দেবযানীর থেকেও অনেক কঠিন মানসিকতার মহিলা অর্পিতা। তবে মঙ্গলবার থেকেই ভাংছেন অর্পিতা। জেরার মাঝেই অফিসারদের অনুরোধ করেন তাঁকে চিনি ছাড়া এক কাপ ব্ল্যাক কফি দিতে।

আরও পড়ুন: পার্থর নতুন বায়না ওষুধ খাবোনা , ভরসা সেই অর্পিতা

হেফাজতে জেরা চলাকালীন এই অনুরোধে ঘাবড়ে যান গোয়েন্দারাও। যদিও তাঁকে অনুরোধ মেনে চিনি ছাড়া ব্ল্যাককফি দেওয়া হয়।

ইডি সূত্রে জানা যাচ্ছে লকআপে দুবার কান্নায় ভেঙে পড়েন তিনি। কথা বলতে চান মা ও দাদুর সঙ্গেও।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেরার মাঝেই চিনি ছাড়া ব্ল্যাক কফি চাইলেন অর্পিতা, মা এর কথা মনে করে কাঁদলেন লকআপে

আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সদ্য মন্ত্রীত্ব খোয়ালেন পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত মিলেছে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনার গহনা, সোনার বার, ২০ টি বিদেশি মোবাইলও। আক্ষরিক অর্থেই কুবেরের সম্পদের সন্ধান মিলেছে।

আরও পড়ুন: অর্পিতার বয়ান সামনে রেখেই আজ প্রেসিডেন্সি জেলে পার্থকে জেরা ইডির

মডেল ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনেই ১০ দিনের ইডি হেফাজতে রয়েছেন। চলছে ম্যারাথন জেরা। এই বিত্তশালীরা কেমন আছেন লকআপে, কিভাবে কাটছে দিন, কি খাচ্ছেন তা নিয়েও সাধারণের মধ্যে আগ্রহ চূড়ান্ত।

আরও পড়ুন: আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে পার্থ ও অর্পিতাকে, দুজনের জেল হেফাজতের আবেদন জানাবে ইডি

ইডি সূত্রের খবর মানসিক দিক থেকে যথেষ্ট কঠিন অর্পিতা। দুঁদে ইডি গোয়েন্দাদের অভিজ্ঞতা বলছে সারদা মামলায় সুদীপ্ত সেনের ছায়াসঙ্গী দেবযানীর থেকেও অনেক কঠিন মানসিকতার মহিলা অর্পিতা। তবে মঙ্গলবার থেকেই ভাংছেন অর্পিতা। জেরার মাঝেই অফিসারদের অনুরোধ করেন তাঁকে চিনি ছাড়া এক কাপ ব্ল্যাক কফি দিতে।

আরও পড়ুন: পার্থর নতুন বায়না ওষুধ খাবোনা , ভরসা সেই অর্পিতা

হেফাজতে জেরা চলাকালীন এই অনুরোধে ঘাবড়ে যান গোয়েন্দারাও। যদিও তাঁকে অনুরোধ মেনে চিনি ছাড়া ব্ল্যাককফি দেওয়া হয়।

ইডি সূত্রে জানা যাচ্ছে লকআপে দুবার কান্নায় ভেঙে পড়েন তিনি। কথা বলতে চান মা ও দাদুর সঙ্গেও।