১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতলেন হাওড়ার অচিন্ত্য, শুরু উৎসব
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার
- / 25
আইভি আদক, হাওড়া:ন্যাশনাল হাইওয়ে ধরে সাঁতরাগাছি হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ছড়িয়ে ধুলাগড়। সেখান থেকে ডান দিকের টার্ন ধরে কিমি পাঁচেক গেলেই দেউলপুর। সেই গ্রামের ছেলে অচিন্ত্য শিউলি ভারোত্তোলনে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন।
বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ ২০২২ গেমসে পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারত্তোলনে সোনা জিতলেন দেউলপুরের অচিন্ত্য শিউলি। এই নিয়ে চলতেই কমনওয়েলথ গেমসে ভারতের পদক ৬। দ্বিতীয় স্থানে রূপো জয়ী মালয়েশিয়ার এরি ইদায়ত মুহাম্মদ। তৃতীয় স্থানে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন কানাডার ডারসিগ্নি।






























