১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনীয় বন্দর ছাড়ল শস্যবাহী প্রথম জাহাজ  

ইমামা খাতুন
  • আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার
  • / 50

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের ওডেসা বন্দর থেকে শস্য বোঝাই প্রথম জাহাজটি লেবাননের  উদ্দেশে রওনা দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রক জানায়, সোমবার ইউক্রেন থেকে রাজোনি নামে  সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি ২৬ হাজার টন ভুট্টা নিয়ে যাত্রা শুরু করে।

 

আরও পড়ুন: জবলপুরে লাইনচ্যুত রান্নার গ্যাসবোঝাই মালগাড়ি

২ আগস্ট এটির ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে। ইস্তাম্বুলে পরীক্ষা-নিরীক্ষা শেষে এর যাত্রা অব্যাহত  থাকবে।’ বসফরাস প্রণালি এবং ওই অঞ্চলে জাহাজ চলাচলসংক্রান্ত বিশেষজ্ঞ ইয়োরুক ইসিক বলেন, মঙ্গলবার দুপুর নাগাদ জাহাজটি বসফরাস প্রণালি মুখে পৌঁছাতে পারে। উল্লেখ্য, ২২  জুলাইয়ের শস্য রফতানির চুক্তির আওতায় আরও কিছু শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে   যাবে। চুক্তিতে চেরনোমোরস্ক, ওদেসা ও পিভদেন্নি বন্দর থেকে জাহাজ ছেড়ে যাওয়া এবং অন্য বrদর থেকে সেখানে জাহাজ আসার জন্য নিরাপদ পথ নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: গরুর মাংস বহন করার সন্দেহে নাসিমকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

 

আরও পড়ুন: শস্য রফতানির চুক্তি স্থগিত করল রাশিয়া

বিশ্বে মোট গম রপ্তানির এক-তৃতীয়াংশই রাশিয়া ও ইউক্রেন থেকে হয়ে থাকে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কৃষ্ণসাগরে শস্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্যসংকট দেখা দেয়। এ সংকট মোকাবিলায় গত ২২ জুলাই রাষ্ট্রসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও  রাশিয়ার মধ্যে শস্য রফতানির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পরপরই বিশ্ববাজারে গমের দাম কমতে শুরু করে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনীয় বন্দর ছাড়ল শস্যবাহী প্রথম জাহাজ  

আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের ওডেসা বন্দর থেকে শস্য বোঝাই প্রথম জাহাজটি লেবাননের  উদ্দেশে রওনা দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রক জানায়, সোমবার ইউক্রেন থেকে রাজোনি নামে  সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি ২৬ হাজার টন ভুট্টা নিয়ে যাত্রা শুরু করে।

 

আরও পড়ুন: জবলপুরে লাইনচ্যুত রান্নার গ্যাসবোঝাই মালগাড়ি

২ আগস্ট এটির ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে। ইস্তাম্বুলে পরীক্ষা-নিরীক্ষা শেষে এর যাত্রা অব্যাহত  থাকবে।’ বসফরাস প্রণালি এবং ওই অঞ্চলে জাহাজ চলাচলসংক্রান্ত বিশেষজ্ঞ ইয়োরুক ইসিক বলেন, মঙ্গলবার দুপুর নাগাদ জাহাজটি বসফরাস প্রণালি মুখে পৌঁছাতে পারে। উল্লেখ্য, ২২  জুলাইয়ের শস্য রফতানির চুক্তির আওতায় আরও কিছু শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে   যাবে। চুক্তিতে চেরনোমোরস্ক, ওদেসা ও পিভদেন্নি বন্দর থেকে জাহাজ ছেড়ে যাওয়া এবং অন্য বrদর থেকে সেখানে জাহাজ আসার জন্য নিরাপদ পথ নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: গরুর মাংস বহন করার সন্দেহে নাসিমকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

 

আরও পড়ুন: শস্য রফতানির চুক্তি স্থগিত করল রাশিয়া

বিশ্বে মোট গম রপ্তানির এক-তৃতীয়াংশই রাশিয়া ও ইউক্রেন থেকে হয়ে থাকে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কৃষ্ণসাগরে শস্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্যসংকট দেখা দেয়। এ সংকট মোকাবিলায় গত ২২ জুলাই রাষ্ট্রসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও  রাশিয়ার মধ্যে শস্য রফতানির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পরপরই বিশ্ববাজারে গমের দাম কমতে শুরু করে।