০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিমদের কবরস্থান বানাতে দিচ্ছে মাদ্রিদ  

ইমামা খাতুন
  • আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্কঃ স্পেনের রাজধানী মাদ্রিদের সিটি কাউন্সিল শহরে মুসলিমদের কবরস্থানের জন্য জমি ব্যবহারের অনুমোদন দিয়েছে। অনুমোদনের পর মুসলিমদের জন্য ভূমি দেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। মাদ্রিদ সিটি কাউন্সিলের প্রথম ও একমাত্র মুসলিম কাউন্সিলর মাউসুন ডুয়াস শহরটিতে কবরস্থানের সংকটসহ মুসলমানদের বিভিন্ন সমস্যার কথা তাঁর দেওয়া বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, বৈষম্য ছাড়াই কবরস্থান পাওয়ার অধিকার  রয়েছে মুসলিমদের। এর আগে মাদ্রিদে মুসলিমদের জন্য একটিই কবরস্থান ছিল। যার অবস্থান মাদ্রিদের কেন্দ্রীয় শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে গ্রিনন এলাকায়। ২০১৬ সালে গ্রিননের কবরস্থানটি পূর্ণ হয়ে যায়। এরপর সেখানে ইসলামি নিয়ম মেনে আর কোনও কবর দেওয়া হয়নি। মাদ্রিদের অধীনে মোট ২৫০টি কবরস্থান আছে, এর  মধ্যে মাত্র একটি কবরস্থানই মুসলমানদের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। নতুন কবরস্থানের অনুমোদন পাওয়ার পর মুসলিমদের দীর্ঘদিনের সেই সংকট দূর হবে। স্পেনে মোট জনসংখ্যার ৪ দশমিক ৪৫ শতাংশ বা ২১ লক্ষ মুসলিম।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিমদের কবরস্থান বানাতে দিচ্ছে মাদ্রিদ  

আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ স্পেনের রাজধানী মাদ্রিদের সিটি কাউন্সিল শহরে মুসলিমদের কবরস্থানের জন্য জমি ব্যবহারের অনুমোদন দিয়েছে। অনুমোদনের পর মুসলিমদের জন্য ভূমি দেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। মাদ্রিদ সিটি কাউন্সিলের প্রথম ও একমাত্র মুসলিম কাউন্সিলর মাউসুন ডুয়াস শহরটিতে কবরস্থানের সংকটসহ মুসলমানদের বিভিন্ন সমস্যার কথা তাঁর দেওয়া বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, বৈষম্য ছাড়াই কবরস্থান পাওয়ার অধিকার  রয়েছে মুসলিমদের। এর আগে মাদ্রিদে মুসলিমদের জন্য একটিই কবরস্থান ছিল। যার অবস্থান মাদ্রিদের কেন্দ্রীয় শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে গ্রিনন এলাকায়। ২০১৬ সালে গ্রিননের কবরস্থানটি পূর্ণ হয়ে যায়। এরপর সেখানে ইসলামি নিয়ম মেনে আর কোনও কবর দেওয়া হয়নি। মাদ্রিদের অধীনে মোট ২৫০টি কবরস্থান আছে, এর  মধ্যে মাত্র একটি কবরস্থানই মুসলমানদের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। নতুন কবরস্থানের অনুমোদন পাওয়ার পর মুসলিমদের দীর্ঘদিনের সেই সংকট দূর হবে। স্পেনে মোট জনসংখ্যার ৪ দশমিক ৪৫ শতাংশ বা ২১ লক্ষ মুসলিম।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর