০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গৃহস্থের বাড়িতে পুজোর্চ্চনার কাজে এসে তরুণীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার পুরোহিত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ অগাস্ট ২০২২, বুধবার
  • / 66

পুবের কলম, ওয়েবডেস্ক:  বাড়িতে প্রতিদিন চলত নিত্যপুজোর কাজ। আর সেই পুজোর্চ্চনা করতে গৃহস্থের বাড়িতে আসতেন এক পুরোহিত। কিন্তু পুজোর আড়ালে যে তার মনের নজর অন্যদিকে গিয়ে পড়েছিল, সেকথা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি গৃহকর্তা। প্রথমে বাড়ির তরুণীকে কুপ্রস্তাব, শ্লীলতাহানি, তার পরে তাকে ধর্ষণের চেষ্টা। পুরোহিতের এই কর্মকাণ্ডে হতবাক ওই পরিবার। অভিযুক্ত পুরোহিতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তের নাম গদাধর গোস্বামী। বিষ্ণুপুরের ইন্দাস থানার চাকরা গ্রামের ঘটনা।

পুলিশ সূত্রে খবর, বাড়িতে প্রতিদিনই  গৌরীপুজো করতে আসত গদাধর গোস্বামী নামের ওই পুরোহিত। বাড়ির তরুণীর প্রতি কুনজর পড়ে তার। তরুণীকে কুপ্রস্তাব দেয় সে। প্রস্তাব নাকচ করে দেন তরুণী। এর পরেই পুরোহিত সুযোগ খুঁজতে থাকে। সোমবারও নিয়মমতো গৌরীপুজো করতে আসে গদাধর গোস্বামী। বাড়িতে তরুণীকে একা পেয়ে তার মধ্যে আদিম রিপু জেগে ওঠে। তরুণীর শ্লীলতাহানি থেকে ধর্ষণের চেষ্টা করে সে। এমনকী তরুণীর মুখে কাপড় গুঁজে দেয় পুরোহিত গদাধর গোস্বামী। সেই সময় তরুণীর মা চলে আসায় তিনি পুরোহিতের কীর্তি দেখে পুলিশকে খবর দেন। এর পরেই পুলিশ গদাধর গোস্বামী নামক ওই পুরোহিতকে গ্রেফতার করে। সোমবার তাকে আদালতে তোলা হয়। ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তকে।

আরও পড়ুন: পুজোর  আগে হকারদের পাশে মমতা, ৩ দফায় মিলবে ৮০ হাজার টাকা

গৃহস্থের বাড়িতে এসে পুজোর্চ্চনার মতো কাজ করে কিভাবে এই ধরনের কাজ করল অভিযুক্ত তাই নিয়ে স্তম্ভিত আক্রান্তের পরিবার থেকে পাড়া প্রতিবেশীরা।

আরও পড়ুন: পুজোর আগেই চলবে মাঝেরহাট মেট্রো

আরও পড়ুন: Breaking: নববর্ষের প্রাক্কালে কালীঘাটে পুজো দিলেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গৃহস্থের বাড়িতে পুজোর্চ্চনার কাজে এসে তরুণীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার পুরোহিত

আপডেট : ৩ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  বাড়িতে প্রতিদিন চলত নিত্যপুজোর কাজ। আর সেই পুজোর্চ্চনা করতে গৃহস্থের বাড়িতে আসতেন এক পুরোহিত। কিন্তু পুজোর আড়ালে যে তার মনের নজর অন্যদিকে গিয়ে পড়েছিল, সেকথা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি গৃহকর্তা। প্রথমে বাড়ির তরুণীকে কুপ্রস্তাব, শ্লীলতাহানি, তার পরে তাকে ধর্ষণের চেষ্টা। পুরোহিতের এই কর্মকাণ্ডে হতবাক ওই পরিবার। অভিযুক্ত পুরোহিতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তের নাম গদাধর গোস্বামী। বিষ্ণুপুরের ইন্দাস থানার চাকরা গ্রামের ঘটনা।

পুলিশ সূত্রে খবর, বাড়িতে প্রতিদিনই  গৌরীপুজো করতে আসত গদাধর গোস্বামী নামের ওই পুরোহিত। বাড়ির তরুণীর প্রতি কুনজর পড়ে তার। তরুণীকে কুপ্রস্তাব দেয় সে। প্রস্তাব নাকচ করে দেন তরুণী। এর পরেই পুরোহিত সুযোগ খুঁজতে থাকে। সোমবারও নিয়মমতো গৌরীপুজো করতে আসে গদাধর গোস্বামী। বাড়িতে তরুণীকে একা পেয়ে তার মধ্যে আদিম রিপু জেগে ওঠে। তরুণীর শ্লীলতাহানি থেকে ধর্ষণের চেষ্টা করে সে। এমনকী তরুণীর মুখে কাপড় গুঁজে দেয় পুরোহিত গদাধর গোস্বামী। সেই সময় তরুণীর মা চলে আসায় তিনি পুরোহিতের কীর্তি দেখে পুলিশকে খবর দেন। এর পরেই পুলিশ গদাধর গোস্বামী নামক ওই পুরোহিতকে গ্রেফতার করে। সোমবার তাকে আদালতে তোলা হয়। ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তকে।

আরও পড়ুন: পুজোর  আগে হকারদের পাশে মমতা, ৩ দফায় মিলবে ৮০ হাজার টাকা

গৃহস্থের বাড়িতে এসে পুজোর্চ্চনার মতো কাজ করে কিভাবে এই ধরনের কাজ করল অভিযুক্ত তাই নিয়ে স্তম্ভিত আক্রান্তের পরিবার থেকে পাড়া প্রতিবেশীরা।

আরও পড়ুন: পুজোর আগেই চলবে মাঝেরহাট মেট্রো

আরও পড়ুন: Breaking: নববর্ষের প্রাক্কালে কালীঘাটে পুজো দিলেন মমতা