১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ছয়মাসের মধ্যে দেশ থেকে টোল প্লাজার ব্যবস্থা উঠে যাবে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ অগাস্ট ২০২২, বুধবার
  • / 85

পুবের কলম, ওয়েবডেস্ক : টোল প্লাজার লাইনে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা থেকে মুক্তি দিতে এবার বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। রাজ্যসভায় এদিন কেন্দ্রীয় মন্ত্রী গড়করি জানান, আগামী ছয় মাসের মধ্যে দেশের সমস্ত মহাসড়ক থেকে টোল প্লাজার ব্যবস্থা উঠে যাবে। নয়া ব্যবস্থায় গাড়ির নম্বর প্লেটের থেকে সরাসরি টোল কাটার ব্যবস্থা করা হতে পারে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টোল প্লাজায় মানুষের অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে টোল ট্যাক্স প্রদান করা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ফলে যানজট তৈরি হয়। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। ৬০ কিমির মধ্যে একাধিক টোল প্লাজা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সরকার মানুষের সুবিধার জন্য নয়া বিকল্প ব্যবস্থার কথা ভাবছে। এর মধ্যে রয়েছে উপগ্রহ ভিত্তিক জিপিএস ব্যবস্থা। সেক্ষেত্রে গাড়ির মালিকের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। অথবা গাড়ির নম্বর  প্লেট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে।

আরও পড়ুন: আধারের আদলে আপার কার্ড! জেনে নিন কার্যকারিতা

কেন্দ্রীয়  মন্ত্রী বলেন, ‘আমরা স্যাটেলাইট ব্যবহার করে জিপিএস ব্যবহার করতে চাই  ফাস্ট্যাগের বদলে। তবে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি। সরকার পরিকল্পনা করছে। দেশের জন্য ভালো, উন্নত মানের প্রযুক্তির কথা চিন্তাভাবনা করছে সরকার। এমন একটি  অত্যাধুনিক  কম্পিউটারাইজড ডিজিটাল সিস্টেম চালু করা হবে যার মাধ্যমে আমরা চালকদের স্বস্তি  দিতে পারি। ছয়মাসের মধ্যে আমরা এই পরিকল্পনাকে ফলপ্রসূ করার চেষ্টা করছি। কেন্দ্র সরকারের লক্ষ্য দেশের মানুষকে সমস্যা থেকে মুক্তি দেওয়া।

আরও পড়ুন: মঞ্চে হঠাৎ জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি

 

আরও পড়ুন: দেশের অটোমোবাইল সেক্টরকে ২৫ লক্ষ কোটির শিল্পে পরিণত করার ডাক গড়করির

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী ছয়মাসের মধ্যে দেশ থেকে টোল প্লাজার ব্যবস্থা উঠে যাবে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি

আপডেট : ৩ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক : টোল প্লাজার লাইনে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা থেকে মুক্তি দিতে এবার বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। রাজ্যসভায় এদিন কেন্দ্রীয় মন্ত্রী গড়করি জানান, আগামী ছয় মাসের মধ্যে দেশের সমস্ত মহাসড়ক থেকে টোল প্লাজার ব্যবস্থা উঠে যাবে। নয়া ব্যবস্থায় গাড়ির নম্বর প্লেটের থেকে সরাসরি টোল কাটার ব্যবস্থা করা হতে পারে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টোল প্লাজায় মানুষের অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে টোল ট্যাক্স প্রদান করা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ফলে যানজট তৈরি হয়। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। ৬০ কিমির মধ্যে একাধিক টোল প্লাজা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সরকার মানুষের সুবিধার জন্য নয়া বিকল্প ব্যবস্থার কথা ভাবছে। এর মধ্যে রয়েছে উপগ্রহ ভিত্তিক জিপিএস ব্যবস্থা। সেক্ষেত্রে গাড়ির মালিকের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। অথবা গাড়ির নম্বর  প্লেট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে।

আরও পড়ুন: আধারের আদলে আপার কার্ড! জেনে নিন কার্যকারিতা

কেন্দ্রীয়  মন্ত্রী বলেন, ‘আমরা স্যাটেলাইট ব্যবহার করে জিপিএস ব্যবহার করতে চাই  ফাস্ট্যাগের বদলে। তবে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি। সরকার পরিকল্পনা করছে। দেশের জন্য ভালো, উন্নত মানের প্রযুক্তির কথা চিন্তাভাবনা করছে সরকার। এমন একটি  অত্যাধুনিক  কম্পিউটারাইজড ডিজিটাল সিস্টেম চালু করা হবে যার মাধ্যমে আমরা চালকদের স্বস্তি  দিতে পারি। ছয়মাসের মধ্যে আমরা এই পরিকল্পনাকে ফলপ্রসূ করার চেষ্টা করছি। কেন্দ্র সরকারের লক্ষ্য দেশের মানুষকে সমস্যা থেকে মুক্তি দেওয়া।

আরও পড়ুন: মঞ্চে হঠাৎ জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি

 

আরও পড়ুন: দেশের অটোমোবাইল সেক্টরকে ২৫ লক্ষ কোটির শিল্পে পরিণত করার ডাক গড়করির