০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নবী সা.র হিজরত নিয়ে বিশেষ প্রদর্শনী

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অগাস্ট ২০২২, বুধবার
  • / 85

পুবের কলম ওয়েবডেস্কঃ হিজরি নববর্ষ (১৪৪৪) উপলক্ষে মহানবী মুহাম্মদ  (সা.)-এর হিজরত নিয়ে একটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে সউদি আরবে।  শনিবার দেশটির জাহরান এলাকার কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড  কালচারে (ইথরা) ‘হিজরত: মহানবীর পদচিহ্ন’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়।

 

প্রদর্শনীর উদ্বোধন করেন সউদির পূর্বাঞ্চলীয় গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ। এ সময় উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইসলামি শিল্পকলা ও ইতিহাস বিশেষজ্ঞ এবং গবেষক-চিন্তাবিদরা। আগামী ৯ মাস  জাহরান এলাকায় এই প্রদর্শনী চলবে। এর পর সউদি আরবের রিয়াদ, জেদ্দা, মদিনাসহ বিশ্বের বিভিন্ন শহরে এই প্রদর্শনী আয়োজিত হবে। ইসলামের ইতিহাসে মহানবী মুহাম্মদ (সা.)-এর হিজরতের ঘটনা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

৬২২ খ্রিস্টাধে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এ ঘটনা বদলে দেয় বিশ্বের ইতিহাস। মহানবী সা.র জীবনী সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি করাই এ প্রদর্শনীর প্রধান লক্ষ্য। কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারের (ইথরা) পরিচালক আবদুল্লাহ আল রশিদ বলেন, ‘মহানবীর পদচিহ্নে হিজরত’ শীর্ষক প্রদর্শনীটি সমসাময়িক শৈলীতে একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ ধরনের প্রদর্শনী আগে কখনও হয়নি।

 

এটি কোনও সাধারণ প্রদর্শনী নয়, এটি একটি আন্তর্জাতিক প্রদর্শনী। এতে রয়েছে পুরাকীর্তি ও সংগ্রহযোগ্য সামগ্রীর সমাহার। এখানে রয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিজাইন করা ১৪টি ইন্টারেক্টিভ পয়েন্ট, একটি ডকুমেন্টারি ফিল্ম। এ ছাড়া রয়েছে একটি বই, যা হিজরতের গল্প শোনাবে। আল-রশিদ বলেন, ‘সেন্টারের তত্ত্বাবধানে তিন বছর ধরে ৭০ জনেরও বেশি গবেষক ও শিল্পীর সহায়তায় এই প্রদর্শনীর প্রস্তুতি ও নকশা করা হয়েছে, যেন তা শুধু প্রথাগত প্রদর্শনী না হয়ে আন্তর্জাতিক মানের হয়।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী সা.র হিজরত নিয়ে বিশেষ প্রদর্শনী

আপডেট : ৩ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ হিজরি নববর্ষ (১৪৪৪) উপলক্ষে মহানবী মুহাম্মদ  (সা.)-এর হিজরত নিয়ে একটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে সউদি আরবে।  শনিবার দেশটির জাহরান এলাকার কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড  কালচারে (ইথরা) ‘হিজরত: মহানবীর পদচিহ্ন’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়।

 

প্রদর্শনীর উদ্বোধন করেন সউদির পূর্বাঞ্চলীয় গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ। এ সময় উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইসলামি শিল্পকলা ও ইতিহাস বিশেষজ্ঞ এবং গবেষক-চিন্তাবিদরা। আগামী ৯ মাস  জাহরান এলাকায় এই প্রদর্শনী চলবে। এর পর সউদি আরবের রিয়াদ, জেদ্দা, মদিনাসহ বিশ্বের বিভিন্ন শহরে এই প্রদর্শনী আয়োজিত হবে। ইসলামের ইতিহাসে মহানবী মুহাম্মদ (সা.)-এর হিজরতের ঘটনা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

৬২২ খ্রিস্টাধে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এ ঘটনা বদলে দেয় বিশ্বের ইতিহাস। মহানবী সা.র জীবনী সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি করাই এ প্রদর্শনীর প্রধান লক্ষ্য। কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারের (ইথরা) পরিচালক আবদুল্লাহ আল রশিদ বলেন, ‘মহানবীর পদচিহ্নে হিজরত’ শীর্ষক প্রদর্শনীটি সমসাময়িক শৈলীতে একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ ধরনের প্রদর্শনী আগে কখনও হয়নি।

 

এটি কোনও সাধারণ প্রদর্শনী নয়, এটি একটি আন্তর্জাতিক প্রদর্শনী। এতে রয়েছে পুরাকীর্তি ও সংগ্রহযোগ্য সামগ্রীর সমাহার। এখানে রয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিজাইন করা ১৪টি ইন্টারেক্টিভ পয়েন্ট, একটি ডকুমেন্টারি ফিল্ম। এ ছাড়া রয়েছে একটি বই, যা হিজরতের গল্প শোনাবে। আল-রশিদ বলেন, ‘সেন্টারের তত্ত্বাবধানে তিন বছর ধরে ৭০ জনেরও বেশি গবেষক ও শিল্পীর সহায়তায় এই প্রদর্শনীর প্রস্তুতি ও নকশা করা হয়েছে, যেন তা শুধু প্রথাগত প্রদর্শনী না হয়ে আন্তর্জাতিক মানের হয়।’