০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় জেলবন্দি সাংসদ অতুল রাইকে মুক্তির নির্দেশ আদালতের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ অগাস্ট ২০২২, শনিবার
  • / 62

পুবের কলম ওয়েবডেস্কঃ অসুস্থ  বহুজন সমাজপার্টির  সাংসদ অতুল রাইকে  বারাণসীর সাংসদ/বিধায়ক আদালত ধর্ষণের মামলায় মুক্তি দিয়েছেন। উত্তরপ্রদেশের ঘোসির লোকসভা সাংসদ, অতুল রাই শিগগিরই নাইনি জেল থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। সাংসদের আইনজীবী অনুজ যাদব এবং বাদীপক্ষের আইনজীবী এডিজিসি জ্যোতি শঙ্কর  অতুল রাইয়ের মুক্তির  খবর নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন: কসবার গণধর্ষণ মামলার তদন্তে এ বার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ

চলতি মাসের শুরুতেই খারিজ হয়ে যায় বিএসপি সাংসদের জামিনের আবেদন খারিজ হয়ে যায়।এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ সংসদ এবং ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) রাজনীতি থেকে অপরাধীদের সরাতে এবং তাদের মধ্যে ‘অপবিত্র সম্পর্ক’ কে দূরে রাখারও নির্দেশ দেয়।  ২০১৯ সাল থেকে ধর্ষণ মামলায় জেলে আছেন অতুল রাই। ওই সালের ১ লা মে এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। তাঁর দাবি ছিল সাংসদ অতুল রাই  ওই মহিলাকে নিজের বারাণসীর ফ্ল্যাটে নিয়ে যান। এবং জোরপূর্বক ধর্ষণ করেন । পুরো ঘটনার  ভিডিও করে রাখেন ওই সাংসদ এমনটাই অভিযোগ।

আরও পড়ুন: চায়ের সঙ্গে মাদক মিশিয়ে নার্সকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চা-বিক্রেতা

সাংসদের বিরুদ্ধে ২৪ বছর বয়সি ওই মহিলার অভিযোগ দায়ের করার পর ২০১৯ সালের ২২ জুন অতুল রাই আত্মসমপর্ণ করেন। তারপর থেকেই তিনি নাইনি জেলে আছেন।বিচারে বিলম্বের অভিযোগে, নির্যাতিতা এবং তার সাক্ষী গত বছরের অগস্টে সুপ্রিম কোর্টের সামনে গায়ে  আগুন দিয়ে আত্মঘাতী হন।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে প্রৌঢ়কে বেঁধে গণধোলাই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধর্ষণ মামলায় জেলবন্দি সাংসদ অতুল রাইকে মুক্তির নির্দেশ আদালতের

আপডেট : ৬ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অসুস্থ  বহুজন সমাজপার্টির  সাংসদ অতুল রাইকে  বারাণসীর সাংসদ/বিধায়ক আদালত ধর্ষণের মামলায় মুক্তি দিয়েছেন। উত্তরপ্রদেশের ঘোসির লোকসভা সাংসদ, অতুল রাই শিগগিরই নাইনি জেল থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। সাংসদের আইনজীবী অনুজ যাদব এবং বাদীপক্ষের আইনজীবী এডিজিসি জ্যোতি শঙ্কর  অতুল রাইয়ের মুক্তির  খবর নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন: কসবার গণধর্ষণ মামলার তদন্তে এ বার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ

চলতি মাসের শুরুতেই খারিজ হয়ে যায় বিএসপি সাংসদের জামিনের আবেদন খারিজ হয়ে যায়।এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ সংসদ এবং ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) রাজনীতি থেকে অপরাধীদের সরাতে এবং তাদের মধ্যে ‘অপবিত্র সম্পর্ক’ কে দূরে রাখারও নির্দেশ দেয়।  ২০১৯ সাল থেকে ধর্ষণ মামলায় জেলে আছেন অতুল রাই। ওই সালের ১ লা মে এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। তাঁর দাবি ছিল সাংসদ অতুল রাই  ওই মহিলাকে নিজের বারাণসীর ফ্ল্যাটে নিয়ে যান। এবং জোরপূর্বক ধর্ষণ করেন । পুরো ঘটনার  ভিডিও করে রাখেন ওই সাংসদ এমনটাই অভিযোগ।

আরও পড়ুন: চায়ের সঙ্গে মাদক মিশিয়ে নার্সকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চা-বিক্রেতা

সাংসদের বিরুদ্ধে ২৪ বছর বয়সি ওই মহিলার অভিযোগ দায়ের করার পর ২০১৯ সালের ২২ জুন অতুল রাই আত্মসমপর্ণ করেন। তারপর থেকেই তিনি নাইনি জেলে আছেন।বিচারে বিলম্বের অভিযোগে, নির্যাতিতা এবং তার সাক্ষী গত বছরের অগস্টে সুপ্রিম কোর্টের সামনে গায়ে  আগুন দিয়ে আত্মঘাতী হন।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে প্রৌঢ়কে বেঁধে গণধোলাই