১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কমনওয়েলথ হকির ফাইনালে ভারত মুখোমুখি অষ্ট্রেলিয়ার
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার
- / 57
পুবের কলম প্রতিবেদকঃ কমনওয়েলথ গেমসের হকিতে পদক নিশ্চিত করে ফেলল ভারত। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। ম্যাচের শুরু থেকেই ভারতীয় দল বেশ দাপটের সঙ্গে খেলে গেল। ভালো সুযোগ পেয়েও প্রথমে তা থেকে গোল করতে পারেনি ভারত বা দক্ষিণ আফ্রিকা কেউই। ২০ মিনিটে ভারতকে এগিয়ে দেন অভিষেক। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান মনদীপ সিং। কিন্তু এরপর কিছুটা তেড়ে ফুড়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। ৩৩ মিনিটে রায়ান জুলিয়াস দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যবধান কমালেন। ৫৮ মিনিটে যুবরাজ ভারতের তৃতীয় গোল করে ভারতের জয় নিশ্চিত করেন। তৃতীয়বার কমনওয়েলথ গেমসের ফাইনালে উঠল ভারতীয় হকি দল। ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।






























