০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে আগাম সতর্কমূলক ব্যবস্থা বিদ্যুৎ দফতরের

ইমামা খাতুন
  • আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার
  • / 50

পুবের কলম প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির পরিমান বাড়ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের জারি হওয়া ঝড় বৃষ্টির সেই পূর্বাভাসে আজ মঙ্গল ও বুধবার দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রাম বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই।

 

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত: প্রশাসনের নজর উপকূলে, সব রকম প্রস্তুতি শুরু

দক্ষিণবঙ্গে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে তৎপর হচ্ছে রাজ্য বিদ্যুৎ দফতর। সেই অংশে আগাম সতর্কমূলক ব্যবস্থা হিসাবে সোমবার দুপুরে সল্টলেকের বিদ্যুৎ ভবনের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের নিয়ে জেলার বিদ্যুৎ দফতরের কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সাহায্য জরুরী বৈঠক সারেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: আজও তাপপ্রবাহের সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

 

আরও পড়ুন: Heat wave, শনি থেকে গরমে নাকাল হবে দক্ষিণবঙ্গ

নিম্নচাপের দুর্যোগ পরিস্থিতিতে জেলা আধিকারিকদের আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন মন্ত্রী। একইসঙ্গে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ দফতরের তরফে জানান হয়েছে যে, দুর্যোগ মোকাবিলায় বিদ্যুৎ ভবনে খোলা থাকছে দুটি কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুমের ফোন নম্বর দুটি হল, ৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪।

 

সঙ্কীত নিম্নচাপ দুর্যোগ সংকটের সম্মুখীন হয়ে পড়া ব্যক্তিরা নম্বর দুটিতে ডায়াল করে নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানাতে পারবেন। ফোনের ওপার থেকে ওই নাগরিকদের বিপদ পরিস্থিতির বার্তা দফতরে এসে পৌঁছালেই, বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়বেন.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে আগাম সতর্কমূলক ব্যবস্থা বিদ্যুৎ দফতরের

আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির পরিমান বাড়ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের জারি হওয়া ঝড় বৃষ্টির সেই পূর্বাভাসে আজ মঙ্গল ও বুধবার দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রাম বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই।

 

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত: প্রশাসনের নজর উপকূলে, সব রকম প্রস্তুতি শুরু

দক্ষিণবঙ্গে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে তৎপর হচ্ছে রাজ্য বিদ্যুৎ দফতর। সেই অংশে আগাম সতর্কমূলক ব্যবস্থা হিসাবে সোমবার দুপুরে সল্টলেকের বিদ্যুৎ ভবনের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের নিয়ে জেলার বিদ্যুৎ দফতরের কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সাহায্য জরুরী বৈঠক সারেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: আজও তাপপ্রবাহের সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

 

আরও পড়ুন: Heat wave, শনি থেকে গরমে নাকাল হবে দক্ষিণবঙ্গ

নিম্নচাপের দুর্যোগ পরিস্থিতিতে জেলা আধিকারিকদের আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন মন্ত্রী। একইসঙ্গে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ দফতরের তরফে জানান হয়েছে যে, দুর্যোগ মোকাবিলায় বিদ্যুৎ ভবনে খোলা থাকছে দুটি কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুমের ফোন নম্বর দুটি হল, ৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪।

 

সঙ্কীত নিম্নচাপ দুর্যোগ সংকটের সম্মুখীন হয়ে পড়া ব্যক্তিরা নম্বর দুটিতে ডায়াল করে নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানাতে পারবেন। ফোনের ওপার থেকে ওই নাগরিকদের বিপদ পরিস্থিতির বার্তা দফতরে এসে পৌঁছালেই, বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়বেন.