মুহররমে হাওড়ায় সম্প্রীতির ছবি
- আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার
- / 130
আইভি আদক, হাওড়াঃ মুহররমে হাওড়ায় দেখা গেল সম্প্রীতির ছবি। মঙ্গলবার বিকেলে হাওড়ার বালি বাদামতলায় মুসলিম ভাইদের হাতে জল, সরবত, বিস্কুট তুলে দিলেন হিন্দু ভাইরা। মঙ্গলবার ছিল মুহররম। এই পবিত্র দিনে সম্প্রীতির ছবি দেখা গেল হাওড়ার বালির বাদামতলায়। এদিন শোভাযাত্রা নিয়ে যাওয়ার পথে মুসলিম ভাইদের হাতে জল ও সরবত, বিস্কুট তুলে দেন হিন্দু ভাইরা।

তাঁরা পরষ্পর শুভেচ্ছা বিনিময় করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে এদিন এগিয়ে আসেন বালি বাদামতলা অঞ্চলের মানুষ। মহরমে মুসলিম ভায়েদের হাতে পানীয় জল, বিস্কুট তুলে দেন হিন্দু ভায়েরা।

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে এগিয়ে এলেন হাওড়ার বালির বাদামতলা অঞ্চলের মানুষ। এর মাধ্যমে সম্প্রীতির বার্তা দেন তাঁরা। মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই উদ্যোগকে স্বাগত
জানান।




























