২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিদেশনীতির প্রশংসায় ইমরান খান, চালালেন জয়শঙ্করের ভিডিয়ো

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার
  • / 41

পুবের কলম ওয়েব ডেস্ক : লাহোরের এক জনসমাবেশে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিয়ো ক্লিপ চালিয়ে ভারতের স্বাধীন বিদেশনীতির প্রশংসা করলেন পাকিস্তনের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রুশ তেল কেনার জন্য ভারতকে টার্গেট করায় পশ্চিমাদের সমালোচনা করেন ইমরান খান। আয়োজিত জনসমাবেশে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের একটি ভাষণের ভিডিয়ো চালিয়ে দেন। এরপর তিনি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়ার থেকে সস্তায় তেল কেনার জন্য ভারতের তারিফ করেন। ইমরান বলেন, ‘দেশের মানুষের চাহিদা মতো নয়া দিল্লি যদি তাদের বিদেশনীতি ঠিক করতে পারে তাহলে তারা কে (শাহজাজ শরিফ সরকার) যারা কর্তৃত্ব ফলাচ্ছে।’ আরও বলেন, ‘ওরা (আমেরিকা) ভারতকে রাশিয়ার থেকে তেল না কেনার নির্দেশ দিয়েছে। ভারত আমেরিকার মিত্র। পাকিস্তান নয়। এবার দেখুন ভারতের বিদেশমন্ত্রী কী বললেন এ বিষয়ে।’ একথা বলেই জয়শঙ্করের ভিডিয়ো চালিয়ে দিয়ে ইমরান বলেন, ‘ জয়শঙ্কর তাদের বলেছেন আপনি কে? জয়শঙ্কর আরও বলেন, ইউরোপ রাশিয়ার গ্যাস কিনছে এবং আমরাও দেশবাসীর কথা ভেবে তা কিনব। এটাই স্বাধীন দেশ।’ এক্ষেত্রে মার্কিন সরকারের নির্দেশ মেনে চলার জন্য শাহবাজ সরকারের সমালোচনা করেন ইমরান।

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের বিদেশনীতির প্রশংসায় ইমরান খান, চালালেন জয়শঙ্করের ভিডিয়ো

আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক : লাহোরের এক জনসমাবেশে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিয়ো ক্লিপ চালিয়ে ভারতের স্বাধীন বিদেশনীতির প্রশংসা করলেন পাকিস্তনের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রুশ তেল কেনার জন্য ভারতকে টার্গেট করায় পশ্চিমাদের সমালোচনা করেন ইমরান খান। আয়োজিত জনসমাবেশে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের একটি ভাষণের ভিডিয়ো চালিয়ে দেন। এরপর তিনি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়ার থেকে সস্তায় তেল কেনার জন্য ভারতের তারিফ করেন। ইমরান বলেন, ‘দেশের মানুষের চাহিদা মতো নয়া দিল্লি যদি তাদের বিদেশনীতি ঠিক করতে পারে তাহলে তারা কে (শাহজাজ শরিফ সরকার) যারা কর্তৃত্ব ফলাচ্ছে।’ আরও বলেন, ‘ওরা (আমেরিকা) ভারতকে রাশিয়ার থেকে তেল না কেনার নির্দেশ দিয়েছে। ভারত আমেরিকার মিত্র। পাকিস্তান নয়। এবার দেখুন ভারতের বিদেশমন্ত্রী কী বললেন এ বিষয়ে।’ একথা বলেই জয়শঙ্করের ভিডিয়ো চালিয়ে দিয়ে ইমরান বলেন, ‘ জয়শঙ্কর তাদের বলেছেন আপনি কে? জয়শঙ্কর আরও বলেন, ইউরোপ রাশিয়ার গ্যাস কিনছে এবং আমরাও দেশবাসীর কথা ভেবে তা কিনব। এটাই স্বাধীন দেশ।’ এক্ষেত্রে মার্কিন সরকারের নির্দেশ মেনে চলার জন্য শাহবাজ সরকারের সমালোচনা করেন ইমরান।

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?