১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ ঘোষণা করল ফিফা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 61

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের আগেই ভারতীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। বেশ কিছুদিন ধরেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে একটা অচলাবস্থা চলছিল। বিশ্ব ফুটবল নিয়ন্তা সংস্থা ফিফা সাবধান করে দিয়েছিল এআইএফএফ কে। সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর এ আই এফ এফ এর কাজকর্ম দেখভাল করছিল। ফিফার বক্তব্য ছিল স্বচ্ছতা না থাকলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ব্যান করা হবে। আল্টিমেটামও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই সর্বভারতীয় ফুটবল সংস্থাকে ব্যান করে দিল ফিফা। কারণ হিসেবে ফিফা দেখিয়েছে, এ আই এফ এফ এর কাজে কোন তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা তারা পছন্দ করছে না। তাই বুরো অফ ফিফা কাউন্সিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করার পথেই হাঁটলো।
এদিকে অক্টোবরের ১১ থেকে ৩০ তারিখ পর্যন্ত ভারতের মাটিতে আয়োজিত হওয়ার কথা মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। ফিফার এই নিষেধাজ্ঞার ফলে সেই বিশ্বকাপও অনিশ্চয়তার মধ্যে পড়ল। ফিফার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এআইএফএফের ওপর থেকে ব্যান না উঠলে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারত থেকে স্থানান্তর করে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কোথায় মহিলাদের এই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজিত হবে তা এখনো পরিষ্কার করে জানায়নি ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এ আই এফ এর নির্বাচিত প্রতিনিধিদের স্বচ্ছতা প্রমাণ করতে হবে, তবেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা তুলে নেওয়া হবে। পুরো বিষয়টি নিয়ে ফিফার ব্যুরো অফ ফিফা কাউন্সিল কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ফিফার এই নিষেধাজ্ঞার ফলে বড় সমস্যায় পড়ল ভারতীয় ফুটবল। এই মুহূর্তে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না সুনীল ছেত্রীরা। সামনেই এশিয়া কাপ। সেখানেও অংশগ্রহণের ক্ষেত্রে বড় বাধার সম্মুখে পড়ল ভারতীয় ফুটবল।

আরও পড়ুন: Lionel Messi: নভেম্বরে ভারত সফর নিশ্চিত মেসির, কেরলে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

 

আরও পড়ুন: ‘সুপ্রিম’ রায়ে কাটতে পারে ISL জট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ ঘোষণা করল ফিফা

আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের আগেই ভারতীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। বেশ কিছুদিন ধরেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে একটা অচলাবস্থা চলছিল। বিশ্ব ফুটবল নিয়ন্তা সংস্থা ফিফা সাবধান করে দিয়েছিল এআইএফএফ কে। সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর এ আই এফ এফ এর কাজকর্ম দেখভাল করছিল। ফিফার বক্তব্য ছিল স্বচ্ছতা না থাকলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ব্যান করা হবে। আল্টিমেটামও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই সর্বভারতীয় ফুটবল সংস্থাকে ব্যান করে দিল ফিফা। কারণ হিসেবে ফিফা দেখিয়েছে, এ আই এফ এফ এর কাজে কোন তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা তারা পছন্দ করছে না। তাই বুরো অফ ফিফা কাউন্সিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করার পথেই হাঁটলো।
এদিকে অক্টোবরের ১১ থেকে ৩০ তারিখ পর্যন্ত ভারতের মাটিতে আয়োজিত হওয়ার কথা মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। ফিফার এই নিষেধাজ্ঞার ফলে সেই বিশ্বকাপও অনিশ্চয়তার মধ্যে পড়ল। ফিফার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এআইএফএফের ওপর থেকে ব্যান না উঠলে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারত থেকে স্থানান্তর করে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কোথায় মহিলাদের এই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজিত হবে তা এখনো পরিষ্কার করে জানায়নি ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এ আই এফ এর নির্বাচিত প্রতিনিধিদের স্বচ্ছতা প্রমাণ করতে হবে, তবেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা তুলে নেওয়া হবে। পুরো বিষয়টি নিয়ে ফিফার ব্যুরো অফ ফিফা কাউন্সিল কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ফিফার এই নিষেধাজ্ঞার ফলে বড় সমস্যায় পড়ল ভারতীয় ফুটবল। এই মুহূর্তে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না সুনীল ছেত্রীরা। সামনেই এশিয়া কাপ। সেখানেও অংশগ্রহণের ক্ষেত্রে বড় বাধার সম্মুখে পড়ল ভারতীয় ফুটবল।

আরও পড়ুন: Lionel Messi: নভেম্বরে ভারত সফর নিশ্চিত মেসির, কেরলে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

 

আরও পড়ুন: ‘সুপ্রিম’ রায়ে কাটতে পারে ISL জট