০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের গাড়িতে বসে জন্মদিনের কেক কাটলেন খুনে অভিযুক্ত দুষ্কৃতি!

ইমামা খাতুন
  • আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার
  • / 104

PIC-COLLECTED

পুবের কলম ওয়েব ডেস্কঃ পুলিশের গাড়িতে বসেই জন্মদিনের কেক কাটলেন খুনের দায়ে অভিযুক্ত এক দুষ্কৃতী! থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার  পথেই এহেন কাণ্ড ঘটায় সে।এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  ভারতের মহারাষ্ট্রের ঠানের উলহাসনগরে। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

 

আরও পড়ুন: বৌদির মুন্ডু কেটে ধারাল অস্ত্র-সহ হাঁটতে হাঁটতে সোজা থানায় হাজির দেওর!

সংবাদ মাধ্যম সূত্রে খবর, খুনে অভিযুক্ত ওই আসামীর নাম রোশন ঝাঁ। একাধিক খুন,তোলাবাজও, খুনের চেষ্টার মতো একাধিক মামলায় জড়িত। এমনকি মহারাষ্ট্রের একাধিক থানায় তাঁর নামে মামলা দায়ের করা হয়েছে।সেই সব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।রোশন ঝাঁ নামে ওই ব্যক্তি মহারাষ্ট্রের উলহাসনগরের বাসিন্দা।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

আরও পড়ুনঃবান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে মার খেলেন বিজেপি নেতা, দেখুন সেই ভাইরাল ভিডিও

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

উল্লখ্য,একাধিক অপরাধে অভিযুক্ত রোশন ঝাঁকে এদিন  জেল থেকে কল্যাণের একটি আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। জেলের বাইরে জন্মদিন উপলক্ষে রোশনের অনুগামীরা কেক নিয়ে হাজির হন। জেল থেকে বের হওয়ার পরই পুলিশের গাড়িতে জানলার পাশে বসে সেই কেক কাটেন ওই অভিযুক্ত। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তার অনুগামীরা। পরে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। পুলিশের গাড়িতে কী ভাবে ওই অভিযুক্তকে জন্মদিনের কেক কাটতে দেওয়া হল, এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

 

তবে কি নিরাপত্তাতেই শৈথিল্য ছিল? যারা কেক হাতে পুলিশের গাড়ির কাছে এগিয়ে এল কেন তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন নি পুলিশ? কেনই বা অভিযুক্তের অনুগামীদের সরিয়ে  দেওয়া হল না? যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুলিশের গাড়িতে বসে জন্মদিনের কেক কাটলেন খুনে অভিযুক্ত দুষ্কৃতি!

আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ পুলিশের গাড়িতে বসেই জন্মদিনের কেক কাটলেন খুনের দায়ে অভিযুক্ত এক দুষ্কৃতী! থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার  পথেই এহেন কাণ্ড ঘটায় সে।এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  ভারতের মহারাষ্ট্রের ঠানের উলহাসনগরে। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

 

আরও পড়ুন: বৌদির মুন্ডু কেটে ধারাল অস্ত্র-সহ হাঁটতে হাঁটতে সোজা থানায় হাজির দেওর!

সংবাদ মাধ্যম সূত্রে খবর, খুনে অভিযুক্ত ওই আসামীর নাম রোশন ঝাঁ। একাধিক খুন,তোলাবাজও, খুনের চেষ্টার মতো একাধিক মামলায় জড়িত। এমনকি মহারাষ্ট্রের একাধিক থানায় তাঁর নামে মামলা দায়ের করা হয়েছে।সেই সব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।রোশন ঝাঁ নামে ওই ব্যক্তি মহারাষ্ট্রের উলহাসনগরের বাসিন্দা।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

আরও পড়ুনঃবান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে মার খেলেন বিজেপি নেতা, দেখুন সেই ভাইরাল ভিডিও

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

উল্লখ্য,একাধিক অপরাধে অভিযুক্ত রোশন ঝাঁকে এদিন  জেল থেকে কল্যাণের একটি আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। জেলের বাইরে জন্মদিন উপলক্ষে রোশনের অনুগামীরা কেক নিয়ে হাজির হন। জেল থেকে বের হওয়ার পরই পুলিশের গাড়িতে জানলার পাশে বসে সেই কেক কাটেন ওই অভিযুক্ত। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তার অনুগামীরা। পরে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। পুলিশের গাড়িতে কী ভাবে ওই অভিযুক্তকে জন্মদিনের কেক কাটতে দেওয়া হল, এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

 

তবে কি নিরাপত্তাতেই শৈথিল্য ছিল? যারা কেক হাতে পুলিশের গাড়ির কাছে এগিয়ে এল কেন তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন নি পুলিশ? কেনই বা অভিযুক্তের অনুগামীদের সরিয়ে  দেওয়া হল না? যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।