৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্ন দেখে মাকড়সা!

ইমামা খাতুন
  • আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার
  • / 31

বিশেষ প্রতিবেদন: মানুষের মতো মাকসড়াও কী স্বপ্ন দেখে? মার্কিন- ইউরোপীয় একটি গবেষণায় এমনই ইঙ্গিত মিলেছে! অবশ্য মাকড়সা যে স্বপ্ন দেখে, এমন প্রশ্নের নিশ্চিত উপসংহারে পৌঁছাননি গবেষকরা।

 

আরও পড়ুন: মরক্কোকে স্বপ্ন দেখাচ্ছেন সবজি বিক্রেতার ছেলে হাকিমি

জার্মানি, ইতালি ও আমেরিকার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে মাকড়সার রাতের আলস্য পর্যবেক্ষণ করেন। এতে দেখা গেছে, তাদের চোখের রেটিনার সঙ্গে অঙ্গ-প্রত্যঙ্গের মোচড়ানো এবং পা কুঁচকে যাওয়া পর্যায়ক্রমিক।

আরও পড়ুন: হিমাচলে ভোট পড়ল ৬৫ শতাংশ, বিজেপির কোন্দলে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে কংগ্রেস

 

আরও পড়ুন: একটি পা নেই,  চোখে শিক্ষক হওয়ার স্বপ্ন, রোজ ৩ কিমি হেঁটে স্কুলে যায় ধুবড়ির রসুল

জার্মানির ইউনিভার্সিটি অব কন্সটাঞ্জ-এর জীববিজ্ঞানী ও গবেষণা প্রধান ড্যানিয়েলা রবলার বলেন, তাদের এমন অনিয়ন্ত্রিত অঙ্গ-প্রত্যঙ্গের মোচড়ানো দেখতে অনেকটা কুকুর বা বিড়ালের স্বপ্ন দেখার অবস্থার মতো।

 

তিনি আরও বলেন, মাকড়সা হয়তো কম্পনের মাধ্যমে স্বপ্ন দেখে। গবেষণা প্রতিবেদনটি আগস্ট মাসে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এ প্রকাশিত হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বপ্ন দেখে মাকড়সা!

আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার

বিশেষ প্রতিবেদন: মানুষের মতো মাকসড়াও কী স্বপ্ন দেখে? মার্কিন- ইউরোপীয় একটি গবেষণায় এমনই ইঙ্গিত মিলেছে! অবশ্য মাকড়সা যে স্বপ্ন দেখে, এমন প্রশ্নের নিশ্চিত উপসংহারে পৌঁছাননি গবেষকরা।

 

আরও পড়ুন: মরক্কোকে স্বপ্ন দেখাচ্ছেন সবজি বিক্রেতার ছেলে হাকিমি

জার্মানি, ইতালি ও আমেরিকার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে মাকড়সার রাতের আলস্য পর্যবেক্ষণ করেন। এতে দেখা গেছে, তাদের চোখের রেটিনার সঙ্গে অঙ্গ-প্রত্যঙ্গের মোচড়ানো এবং পা কুঁচকে যাওয়া পর্যায়ক্রমিক।

আরও পড়ুন: হিমাচলে ভোট পড়ল ৬৫ শতাংশ, বিজেপির কোন্দলে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে কংগ্রেস

 

আরও পড়ুন: একটি পা নেই,  চোখে শিক্ষক হওয়ার স্বপ্ন, রোজ ৩ কিমি হেঁটে স্কুলে যায় ধুবড়ির রসুল

জার্মানির ইউনিভার্সিটি অব কন্সটাঞ্জ-এর জীববিজ্ঞানী ও গবেষণা প্রধান ড্যানিয়েলা রবলার বলেন, তাদের এমন অনিয়ন্ত্রিত অঙ্গ-প্রত্যঙ্গের মোচড়ানো দেখতে অনেকটা কুকুর বা বিড়ালের স্বপ্ন দেখার অবস্থার মতো।

 

তিনি আরও বলেন, মাকড়সা হয়তো কম্পনের মাধ্যমে স্বপ্ন দেখে। গবেষণা প্রতিবেদনটি আগস্ট মাসে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এ প্রকাশিত হয়েছে।