৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক : জোয়ারের টানে বেলুড়ে বোনের চোখের সামনেই গঙ্গায় ভেসে গেল দিদি

আইভি আদক,হাওড়াঃ জলে ডুবে মর্মান্তিক দুর্ঘটনা বেলুড়ের গঙ্গার ঘাটে। জোয়ারের টানে তলিয়ে গেল এক বছর পনেরোর  ছাত্রী। হাওড়ার বেলুড়ের বি কে পাল জগন্নাথ ঘাটে মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে, বেলুড়ের জংলি সিং গলির বাসিন্দা পরিণীতা কুমারী (১৫), এদিন তার বোন তৃপ্তি কুমারীকে নিয়ে গঙ্গার সিঁড়িতে হাত পা ধুচ্ছিল। সেই সময় জোয়ারের প্রচন্ড টানের কবলে পড়ে যায় পরিণীতা। সে টাল সামলাতে না পেরে পা পিছলে জলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সে তলিয়ে যায়। ঘাটে দাঁড়ানো তার বোন চিৎকার করে উঠলে আশপাশ থেকে অন্যান্যরা ছুটে এলেও তাকে আর উদ্ধার করা যায়নি। মর্মান্তিক এই ঘটনায় ভেঙে পড়েছে তাদের পরিবারের লোকেরা।  ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। ইতিমধ্যেই স্থানীয় ডুবুরি বীরেন কর্মকার খোঁজাখুঁজি শুরু করলেও এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়নি।

আরও পড়ুন: বন্দে ভারত-এর রক্ষণাবেক্ষণের ওয়ার্কশপ তৈরি হচ্ছে বেলুড়ে
সর্বধিক পাঠিত

পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক : জোয়ারের টানে বেলুড়ে বোনের চোখের সামনেই গঙ্গায় ভেসে গেল দিদি

আপডেট : ২৩ অগাস্ট ২০২২, মঙ্গলবার

আইভি আদক,হাওড়াঃ জলে ডুবে মর্মান্তিক দুর্ঘটনা বেলুড়ের গঙ্গার ঘাটে। জোয়ারের টানে তলিয়ে গেল এক বছর পনেরোর  ছাত্রী। হাওড়ার বেলুড়ের বি কে পাল জগন্নাথ ঘাটে মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে, বেলুড়ের জংলি সিং গলির বাসিন্দা পরিণীতা কুমারী (১৫), এদিন তার বোন তৃপ্তি কুমারীকে নিয়ে গঙ্গার সিঁড়িতে হাত পা ধুচ্ছিল। সেই সময় জোয়ারের প্রচন্ড টানের কবলে পড়ে যায় পরিণীতা। সে টাল সামলাতে না পেরে পা পিছলে জলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সে তলিয়ে যায়। ঘাটে দাঁড়ানো তার বোন চিৎকার করে উঠলে আশপাশ থেকে অন্যান্যরা ছুটে এলেও তাকে আর উদ্ধার করা যায়নি। মর্মান্তিক এই ঘটনায় ভেঙে পড়েছে তাদের পরিবারের লোকেরা।  ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। ইতিমধ্যেই স্থানীয় ডুবুরি বীরেন কর্মকার খোঁজাখুঁজি শুরু করলেও এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়নি।

আরও পড়ুন: বন্দে ভারত-এর রক্ষণাবেক্ষণের ওয়ার্কশপ তৈরি হচ্ছে বেলুড়ে