০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে জলমগ্ন বসিরহাটের বিভিন্ন এলাকা, ক্ষতি কৃষি ফসলের, নজর নদী বাঁধগুলির দিকে

সুস্মিতা
  • আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার
  • / 10

ইনামুল হক, বসিরহাটঃ নিম্নচাপের দরুন টানা বৃষ্টিতে  জলমগ্ন বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লক। বুধবার থেকে বৃহস্পতিবার একদিকে ঝোড়ো হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টির  ফলে জলমগ্ন একাধিক ব্লকের কৃষিজমি। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ বসিরহাট, স্বরূপনগর, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখাঁর বিভিন্ন গ্রামে ক্ষতি হয়েছে কৃষি জমির ।  রাস্তায় জল জমে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে  পরিবহন ব্যবস্থা। বন্ধ হয়ে পড়েছে নদীতে ফেরি চলাচল ।বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির ফলে বসিরহাট, টাকি, বাদুড়িয়া এই তিনটি পুরসভায় বিভিন্ন ওয়ার্ডে জল জমতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় জল বন্দি অবস্থায় রয়েছে বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর বৃষ্টিতে সুন্দরবন এলাকার মানুষের জনজীবন বিপন্ন । স্থানীয় মানুষের ক্ষতির আশঙ্কা করে  প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া শুরু হয়েছে। সুন্দরবনের রায়মঙ্গল, গৌড়েশ্বর , সাহেবখালী, বেতনি নদীতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নজর রাখা হচ্ছে  নদী বাঁধ গুলোর দিকে। ইয়াস ঝড়ের সময় সুন্দরবন এলাকার নদীবাঁধগুলিতে  মেরামতির কাজ হয়েছিল। টানা বৃষ্টির জলে নদীর জলের স্তর বেড়ে যাওয়ায় নদী বাঁধ যাতে না ভাঙ্গে সেদিকে   নজর রেখে চলেছে সেচ দপ্তরের কর্মীরা। অন্যদিকে দুদিন ধরে টানা বৃষ্টিতে বর্ষাকালীন সবজি ফসলের গোড়ায় জল জমতে শুরু করেছে। সময় যত যাবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে বলে মনে করা হচ্ছে। টানা জল জমে থাকার পর সূর্যের তাপে ক্ষতি হবে বেগুন,পটল উচ্ছেসহ সবজি ফসল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টানা বৃষ্টিতে জলমগ্ন বসিরহাটের বিভিন্ন এলাকা, ক্ষতি কৃষি ফসলের, নজর নদী বাঁধগুলির দিকে

আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার

ইনামুল হক, বসিরহাটঃ নিম্নচাপের দরুন টানা বৃষ্টিতে  জলমগ্ন বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লক। বুধবার থেকে বৃহস্পতিবার একদিকে ঝোড়ো হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টির  ফলে জলমগ্ন একাধিক ব্লকের কৃষিজমি। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ বসিরহাট, স্বরূপনগর, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখাঁর বিভিন্ন গ্রামে ক্ষতি হয়েছে কৃষি জমির ।  রাস্তায় জল জমে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে  পরিবহন ব্যবস্থা। বন্ধ হয়ে পড়েছে নদীতে ফেরি চলাচল ।বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির ফলে বসিরহাট, টাকি, বাদুড়িয়া এই তিনটি পুরসভায় বিভিন্ন ওয়ার্ডে জল জমতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় জল বন্দি অবস্থায় রয়েছে বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর বৃষ্টিতে সুন্দরবন এলাকার মানুষের জনজীবন বিপন্ন । স্থানীয় মানুষের ক্ষতির আশঙ্কা করে  প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া শুরু হয়েছে। সুন্দরবনের রায়মঙ্গল, গৌড়েশ্বর , সাহেবখালী, বেতনি নদীতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নজর রাখা হচ্ছে  নদী বাঁধ গুলোর দিকে। ইয়াস ঝড়ের সময় সুন্দরবন এলাকার নদীবাঁধগুলিতে  মেরামতির কাজ হয়েছিল। টানা বৃষ্টির জলে নদীর জলের স্তর বেড়ে যাওয়ায় নদী বাঁধ যাতে না ভাঙ্গে সেদিকে   নজর রেখে চলেছে সেচ দপ্তরের কর্মীরা। অন্যদিকে দুদিন ধরে টানা বৃষ্টিতে বর্ষাকালীন সবজি ফসলের গোড়ায় জল জমতে শুরু করেছে। সময় যত যাবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে বলে মনে করা হচ্ছে। টানা জল জমে থাকার পর সূর্যের তাপে ক্ষতি হবে বেগুন,পটল উচ্ছেসহ সবজি ফসল।