১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ার পাঁচলায় বাস- লরি মুখোমুখি সংঘর্ষ, মৃত কমপক্ষে তিন, আহত ১৭

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার
  • / 63

 

আইভি আদক, হাওড়া: হাওড়ায় ধুলাগড়ের কাছে পাঁচলায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় নিহত কমপক্ষে তিন, আহত ১৭ জন।

আরও পড়ুন: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন, ১৭ আহত

পাঁচলা থানার অধীনে ধলারবাঁধের কাছে মা দুর্গা হোটেল এবং রেস্তোরাঁর সামনে একটি ট্রাক যার (রেজিস্ট্রেশন নম্বর WB29C/2186) এবং “এসো মা লক্ষ্মী” নামের একটি প্রাইভেট যাত্রীবাহী জয়পুরগামী বাসের (রেজিস্ট্রেশন নম্বর WB 13/3660) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহতদের হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে বাসের ডানদিকের চাকা ফেটে এঘটনা ঘটেছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ার পাঁচলায় বাস- লরি মুখোমুখি সংঘর্ষ, মৃত কমপক্ষে তিন, আহত ১৭

আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার

 

আইভি আদক, হাওড়া: হাওড়ায় ধুলাগড়ের কাছে পাঁচলায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় নিহত কমপক্ষে তিন, আহত ১৭ জন।

আরও পড়ুন: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন, ১৭ আহত

পাঁচলা থানার অধীনে ধলারবাঁধের কাছে মা দুর্গা হোটেল এবং রেস্তোরাঁর সামনে একটি ট্রাক যার (রেজিস্ট্রেশন নম্বর WB29C/2186) এবং “এসো মা লক্ষ্মী” নামের একটি প্রাইভেট যাত্রীবাহী জয়পুরগামী বাসের (রেজিস্ট্রেশন নম্বর WB 13/3660) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহতদের হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে বাসের ডানদিকের চাকা ফেটে এঘটনা ঘটেছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত