১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
হাওড়ার পাঁচলায় বাস- লরি মুখোমুখি সংঘর্ষ, মৃত কমপক্ষে তিন, আহত ১৭
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার
- / 63
আইভি আদক, হাওড়া: হাওড়ায় ধুলাগড়ের কাছে পাঁচলায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় নিহত কমপক্ষে তিন, আহত ১৭ জন।
পাঁচলা থানার অধীনে ধলারবাঁধের কাছে মা দুর্গা হোটেল এবং রেস্তোরাঁর সামনে একটি ট্রাক যার (রেজিস্ট্রেশন নম্বর WB29C/2186) এবং “এসো মা লক্ষ্মী” নামের একটি প্রাইভেট যাত্রীবাহী জয়পুরগামী বাসের (রেজিস্ট্রেশন নম্বর WB 13/3660) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহতদের হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে বাসের ডানদিকের চাকা ফেটে এঘটনা ঘটেছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।