০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের পতন:বাজার খুলতেই সোমবার একধাক্কায় ৩৪ পয়সা পড়ল টাকার দাম

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার
  • / 31

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের  পতন হল টাকার। সোমবার  বাজার খুলতেই এক ধাক্কায় বেশ কিছুটা পড়ে যায় টাকার দাম। এক মার্কিন ডলারের দাম গিয়ে দাঁড়ায় আশি টাকা এগারো পয়সা। শুক্রবার যখন বাজার বন্ধ হয় তখন টাকার দাম ছিল ৭৯ টাকা ৮৭ পয়সা। সোমবার একধাক্কায় ৩৪ পয়সা পড়ল টাকার দাম।

আরও পড়ুন: ব্রেকিং: তীব্র গরম, সোমবার থেকে স্কুল-কলেজ ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর

তবে বাজার খোলার পরেই যে টাকার  দাম পড়েছিল তার পর সময় যত এগিয়েছে, বাজার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এক সময়টা শেয়ার বিশেষজ্ঞরা আশংকা করছিলেন যেহেতু বাজার খুলতেই পতন হল টাকার দামের তার প্রভাব কিন্তু দিনভর থাকবে। কিন্তু আশি টাকার নিচে নামেনি টাকার দাম।

আরও পড়ুন: রাহুল গান্ধির দু’বছর জেলের শাস্তির বিরুদ্ধে ‘আপিল মামলার শুনানি সোমবার

তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব মুদ্রা স্ফীতির সমস্যার সমাধান করতে হবে। বাজার অর্থনীতির ওপর ব্যপক প্রভাব পড়ছে। রেপো রেট বাড়ানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। এর ফলে কিন্তু যেমন খোলা বাজারে জিনিষের দাম বাড়ছে তেমন পড়ছে টাকার দাম। এর ফলে টাকার ওপর চাপ পড়ছে।আন্তর্জাতিক বাজারেও টাকার দাম কমছে। এটা কিন্তু অশনিসংকেত এখনই সতর্ক  হওয়া দরকার। বলছেন বাজার বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: BREAKING: সোমবার কলকাতা আসছে রাষ্ট্রপতি

কেন পড়ছে টাকার দাম , একটু দেখে নেওয়া যাক বিশ্ব অর্থ সংস্থা বা আইএফএ বলছে বিশ্ববাজারে ডলারের বাড়বাড়ন্ত, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি সর্বোপরি বিদেশী পুঁজির অবনমন সবকিছুর মিলিয়ে দাম কমছে টাকার। চলতি বছরে একাধিক বার টাকার দামের পতন হয়েছে। আগামী দিনেও যদি এই প্রবণতা বজায় থাকে তা কিন্তু দেশের অর্থনীতির জন্য খুব একটা ভালো কথা নয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের পতন:বাজার খুলতেই সোমবার একধাক্কায় ৩৪ পয়সা পড়ল টাকার দাম

আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের  পতন হল টাকার। সোমবার  বাজার খুলতেই এক ধাক্কায় বেশ কিছুটা পড়ে যায় টাকার দাম। এক মার্কিন ডলারের দাম গিয়ে দাঁড়ায় আশি টাকা এগারো পয়সা। শুক্রবার যখন বাজার বন্ধ হয় তখন টাকার দাম ছিল ৭৯ টাকা ৮৭ পয়সা। সোমবার একধাক্কায় ৩৪ পয়সা পড়ল টাকার দাম।

আরও পড়ুন: ব্রেকিং: তীব্র গরম, সোমবার থেকে স্কুল-কলেজ ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর

তবে বাজার খোলার পরেই যে টাকার  দাম পড়েছিল তার পর সময় যত এগিয়েছে, বাজার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এক সময়টা শেয়ার বিশেষজ্ঞরা আশংকা করছিলেন যেহেতু বাজার খুলতেই পতন হল টাকার দামের তার প্রভাব কিন্তু দিনভর থাকবে। কিন্তু আশি টাকার নিচে নামেনি টাকার দাম।

আরও পড়ুন: রাহুল গান্ধির দু’বছর জেলের শাস্তির বিরুদ্ধে ‘আপিল মামলার শুনানি সোমবার

তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব মুদ্রা স্ফীতির সমস্যার সমাধান করতে হবে। বাজার অর্থনীতির ওপর ব্যপক প্রভাব পড়ছে। রেপো রেট বাড়ানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। এর ফলে কিন্তু যেমন খোলা বাজারে জিনিষের দাম বাড়ছে তেমন পড়ছে টাকার দাম। এর ফলে টাকার ওপর চাপ পড়ছে।আন্তর্জাতিক বাজারেও টাকার দাম কমছে। এটা কিন্তু অশনিসংকেত এখনই সতর্ক  হওয়া দরকার। বলছেন বাজার বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: BREAKING: সোমবার কলকাতা আসছে রাষ্ট্রপতি

কেন পড়ছে টাকার দাম , একটু দেখে নেওয়া যাক বিশ্ব অর্থ সংস্থা বা আইএফএ বলছে বিশ্ববাজারে ডলারের বাড়বাড়ন্ত, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি সর্বোপরি বিদেশী পুঁজির অবনমন সবকিছুর মিলিয়ে দাম কমছে টাকার। চলতি বছরে একাধিক বার টাকার দামের পতন হয়েছে। আগামী দিনেও যদি এই প্রবণতা বজায় থাকে তা কিন্তু দেশের অর্থনীতির জন্য খুব একটা ভালো কথা নয়।