প্রতিদিন গড়ে ২ জন নারী ধর্ষিত হন দিল্লিতে, এনসিআরবি রিপোর্ট

- আপডেট : ৩০ অগাস্ট ২০২২, মঙ্গলবার
- / 11
পুবের কলম, ওয়েব ডেস্ক: নারী সুরক্ষার প্রশ্নে মুখ পুড়ল দিল্লির। এনসিআরবি এর রিপোর্টের মতে গোটা দেশে নারীদের জন্য সবথেকে অনিরাপদ শহর দিল্লি। তালিকায় এর পরে আছে মুম্বই এবং তৃতীয় স্থানে বেঙ্গালুরু। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র (এনসিআরবি) তথ্য অনুযায়ী ২০২১ সালে দেশের রাজধানীতে গড়ে প্রতিদিন দুইজন নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে।
২০২০ এর তুলনায় ২০২১ এ দিল্লিতে নারী নির্যাতন বেড়েছে ৪০ শতাংশের বেশি। ২০২১ এ দিল্লিতে নারীদের বিরুদ্ধে সংঘঠিত অপরাধের সংখ্যা ছিল ১৩,৮৯২ টি। ২০২০ তে এই সংখ্যা ছিল, ৯,৭৮২ টি। এই রিপোর্ট অনুযায়ী গোটা দেশের ১৯টি মেট্রোপলিটন শহরে ঘটা মোট অপরাধের ৩২.২০ শতাংশ হয়েছে শুধু দিল্লিতেই। মহিলাদের অপহরণ, নির্যাতন থেকে ধর্ষণ সবেতেই দেশের অন্য শহরের তুলনায় এগিয়ে দিল্লি।
২০১২ সালের ১৬ ডিসেম্বরের রাতে দিল্লির মুনিরকা এলাকায নির্ভয়া গণধর্ষণ এবং নৃশংস হত্যার ঘটনা এখনও ভুলতে পারেনি দেশবাসী। এরই মধ্যে নতুন করে এনসিআরবি’র তথ্য চিন্তার ভাঁজ ফেলেছে দিল্লি প্রশাসনের কপালে।