০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আবার রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃতি, এবার বাংলাকে সংস্কৃতিকে সেরা পীঠস্থান পুরস্কার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 46

পুবের কলম প্রতিবেদক: দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পর এবার আবারো স্বীকৃতি পেল বাংলা। এবার বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে তকমা দেওয়া হচ্ছে এই আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে। আর এর উপর ভিত্তি করে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে পশ্চিমবঙ্গকে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে আগামী বছর ২৩ মার্চ বার্লিনে এই পুরস্কার গ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ কর্তৃপক্ষ।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ মুহূর্তে যদি ভারত সরকার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা না দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছেন তা একরকম ঠিকই।

আরও পড়ুন: বাংলার প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটালাইজেশন

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল সাইট টুইটারে রাজ্যবাসীকে এই আনন্দের খবর জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত যে রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংস্থার অনুমোদিত একটি সংস্থা প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন সংস্কৃতির জন্য সেরা গন্তব্যের জন্য পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার ২০২৩-এ ভূষিত করবে। বিশ্বের সাংস্কৃতিক মানচিত্রে বাংলা তার ছাপ ফেলেছে। ২০২৩-এর ৯ মার্চ বার্লিনে ভারত-সহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং সচিবদের উপস্থিতিতে বিশ্ব পর্যটন এবং অসামরিক পরিবহনের অধিকর্তাদের সম্মেলনে এই পুরস্কার দেওয়া হবে। আমি এই গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে সকল রাজ্যবাসীকে অভিনন্দন জানাই।

আরও পড়ুন: সিকিমে দুর্ঘটনার কবলে বাংলা ও ওড়িশার পর্যটকরা, নিখোঁজ ৯ জন

একইসঙ্গে এদিন পরেশনাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একটা উপহার আছে রাজ্যবাসীর জন্য। তাঁর কথায়, বাংলার সংস্কৃতি সারা বিশ্বে সমাদৃত। সেটা আবার প্রমাণ হল। এর আগেও কন্যাশ্রী রাষ্ট্রসংঘে পুরস্কৃত হয়েছে। মমতা নিজে গিয়েছিলেন সেই পুরস্কার নিতে। তিনি বলেন, এবারও তিনি যেতে প্রস্তুত।

আরও পড়ুন: প্রবল বৃষ্টির অশনি সংকেত বাংলায়, ভাসতে পারে সাত জেলা

মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, এই উপহার দেশের জন্য। রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে সংস্কৃতির জন্য সেরা গন্তব্যস্থল হিসেবে নির্বাচিত করা হয়েছে। আপনারা সকলেই এ রাজ্যের পর্যটনের কথা প্রায়ই বলে থাকেন। এবার এই উপহার আপনাদের সকলের জন্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবার রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃতি, এবার বাংলাকে সংস্কৃতিকে সেরা পীঠস্থান পুরস্কার

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পর এবার আবারো স্বীকৃতি পেল বাংলা। এবার বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে তকমা দেওয়া হচ্ছে এই আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে। আর এর উপর ভিত্তি করে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে পশ্চিমবঙ্গকে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে আগামী বছর ২৩ মার্চ বার্লিনে এই পুরস্কার গ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ কর্তৃপক্ষ।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ মুহূর্তে যদি ভারত সরকার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা না দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছেন তা একরকম ঠিকই।

আরও পড়ুন: বাংলার প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটালাইজেশন

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল সাইট টুইটারে রাজ্যবাসীকে এই আনন্দের খবর জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত যে রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংস্থার অনুমোদিত একটি সংস্থা প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন সংস্কৃতির জন্য সেরা গন্তব্যের জন্য পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার ২০২৩-এ ভূষিত করবে। বিশ্বের সাংস্কৃতিক মানচিত্রে বাংলা তার ছাপ ফেলেছে। ২০২৩-এর ৯ মার্চ বার্লিনে ভারত-সহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং সচিবদের উপস্থিতিতে বিশ্ব পর্যটন এবং অসামরিক পরিবহনের অধিকর্তাদের সম্মেলনে এই পুরস্কার দেওয়া হবে। আমি এই গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে সকল রাজ্যবাসীকে অভিনন্দন জানাই।

আরও পড়ুন: সিকিমে দুর্ঘটনার কবলে বাংলা ও ওড়িশার পর্যটকরা, নিখোঁজ ৯ জন

একইসঙ্গে এদিন পরেশনাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একটা উপহার আছে রাজ্যবাসীর জন্য। তাঁর কথায়, বাংলার সংস্কৃতি সারা বিশ্বে সমাদৃত। সেটা আবার প্রমাণ হল। এর আগেও কন্যাশ্রী রাষ্ট্রসংঘে পুরস্কৃত হয়েছে। মমতা নিজে গিয়েছিলেন সেই পুরস্কার নিতে। তিনি বলেন, এবারও তিনি যেতে প্রস্তুত।

আরও পড়ুন: প্রবল বৃষ্টির অশনি সংকেত বাংলায়, ভাসতে পারে সাত জেলা

মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, এই উপহার দেশের জন্য। রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে সংস্কৃতির জন্য সেরা গন্তব্যস্থল হিসেবে নির্বাচিত করা হয়েছে। আপনারা সকলেই এ রাজ্যের পর্যটনের কথা প্রায়ই বলে থাকেন। এবার এই উপহার আপনাদের সকলের জন্য।