০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আগামী সপ্তাহেই জেল থেকে মুক্তি পেতে চলেছেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান, জানাল উত্তরপ্রদেশ প্রশাসন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 41

পুবের কলম, ওয়েবডেস্ক: সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে আগামী সপ্তাহে মুক্তি দেওয়া হবে এমনটাই শুক্রবার জানা গেছে উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ সূত্রে। কাপ্পান ২০২০ সালের অক্টোবরে গ্রেফতার হন।

উত্তরপ্রদেশে হথরাস গণধর্ষণের ঘটনায় খবর সংগ্রহ করতে যান সিদ্দিক কাপ্পান। তার বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ তুলে উত্তরপ্রদেশ সরকারের পুলিশ  তাকে গ্রেফতার করে। জানা গেছে, সুপ্রিম কোর্ট সিদ্দিক কাপ্পানের জামিন মঞ্জুর করে। তার পরে সাংবাদিকের কাপ্পানের মুক্তির কথা জানায় উত্তরপ্রদেশ সরকার। আগামী সপ্তাহে কেরলে বাসিন্দা মালায়ালাম পত্রিকার সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে লখনউয়ের জেল থেকে মুক্তি দেওয়া হবে বলে খবর।

আরও পড়ুন: সাংবাদিক Siddique Kappan-এর বাড়িতে পুলিশি তল্লাশি

উল্লেখ্য, প্রায় দু’বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে থাকা কেরলের সাংবাদিক সিদ্দিক  কাপ্পানের জামিনের আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে।

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

২০২০ সালের ৫ অক্টোবর হাথরসে ধর্ষিতা ও নিহত দলিত  তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন দিল্লির মালয়ালম কাগজের  সাংবাদিক কাপ্পান। সেই সময় মথুরায় তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁর  বিরুদ্ধ ইউএপিএ আইনে (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন) মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: দিল্লির নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ

যোগী আদিত্যনাথের সরকার অভিযোগ এনেছিল, কাপ্পানের সঙ্গে কট্টরপন্থী গোষ্ঠী পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র ‘যোগাযোগ’ রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য কাপ্পানের পাঁচ দিনের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী সপ্তাহেই জেল থেকে মুক্তি পেতে চলেছেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান, জানাল উত্তরপ্রদেশ প্রশাসন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে আগামী সপ্তাহে মুক্তি দেওয়া হবে এমনটাই শুক্রবার জানা গেছে উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ সূত্রে। কাপ্পান ২০২০ সালের অক্টোবরে গ্রেফতার হন।

উত্তরপ্রদেশে হথরাস গণধর্ষণের ঘটনায় খবর সংগ্রহ করতে যান সিদ্দিক কাপ্পান। তার বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ তুলে উত্তরপ্রদেশ সরকারের পুলিশ  তাকে গ্রেফতার করে। জানা গেছে, সুপ্রিম কোর্ট সিদ্দিক কাপ্পানের জামিন মঞ্জুর করে। তার পরে সাংবাদিকের কাপ্পানের মুক্তির কথা জানায় উত্তরপ্রদেশ সরকার। আগামী সপ্তাহে কেরলে বাসিন্দা মালায়ালাম পত্রিকার সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে লখনউয়ের জেল থেকে মুক্তি দেওয়া হবে বলে খবর।

আরও পড়ুন: সাংবাদিক Siddique Kappan-এর বাড়িতে পুলিশি তল্লাশি

উল্লেখ্য, প্রায় দু’বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে থাকা কেরলের সাংবাদিক সিদ্দিক  কাপ্পানের জামিনের আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে।

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

২০২০ সালের ৫ অক্টোবর হাথরসে ধর্ষিতা ও নিহত দলিত  তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন দিল্লির মালয়ালম কাগজের  সাংবাদিক কাপ্পান। সেই সময় মথুরায় তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁর  বিরুদ্ধ ইউএপিএ আইনে (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন) মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: দিল্লির নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ

যোগী আদিত্যনাথের সরকার অভিযোগ এনেছিল, কাপ্পানের সঙ্গে কট্টরপন্থী গোষ্ঠী পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র ‘যোগাযোগ’ রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য কাপ্পানের পাঁচ দিনের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট।