২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পাওয়া ১২০০ উপহার উঠবে নিলামে, পেতে পারেন  আপনিও জেনে নিন কিভাবে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মত রাষ্ট্রনেতারা প্রায়শই নানা ধরনের উপহার পেয়ে থাকেন। বিদেশ সফরে গেলে নানা ধরনের উপহারে স্বাগত জানানো হয় তাঁদের। ব্যতিক্রমী নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এখনও অবধি পাওয়া  প্রায় ১২০০ উপহার উঠতে চলেছে নিলামে। নিলামের থেকে প্রাপ্ত টাকা “নমামি গঙ্গে” প্রকল্পে খরচ করা হবে।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে নিলাম চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টের ডিরেক্টর জেনেরাল অদ্বৈত গডানায়েক জানিয়েছেন, নিলামে ওঠা এই উপহারগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া রানি কমলাপতির একটি মূর্তি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া একটি হনুমান মূর্তি, হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের দেওয়া একটি ত্রিশূল ৷ বর্তমানে এই উপহারগুলি ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টে রাখা রয়েছে ৷ রয়েছে বক্সিং গ্লাভস, জ্যাভলিন, টি-শার্ট ৷  উপহার নিলাম হবে এই pmmementos.gov.in ওয়েবসাইটে।

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

 

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আরও পড়ুন: প্রয়াত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বাদাবি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রীর পাওয়া ১২০০ উপহার উঠবে নিলামে, পেতে পারেন  আপনিও জেনে নিন কিভাবে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মত রাষ্ট্রনেতারা প্রায়শই নানা ধরনের উপহার পেয়ে থাকেন। বিদেশ সফরে গেলে নানা ধরনের উপহারে স্বাগত জানানো হয় তাঁদের। ব্যতিক্রমী নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এখনও অবধি পাওয়া  প্রায় ১২০০ উপহার উঠতে চলেছে নিলামে। নিলামের থেকে প্রাপ্ত টাকা “নমামি গঙ্গে” প্রকল্পে খরচ করা হবে।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে নিলাম চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টের ডিরেক্টর জেনেরাল অদ্বৈত গডানায়েক জানিয়েছেন, নিলামে ওঠা এই উপহারগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া রানি কমলাপতির একটি মূর্তি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া একটি হনুমান মূর্তি, হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের দেওয়া একটি ত্রিশূল ৷ বর্তমানে এই উপহারগুলি ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টে রাখা রয়েছে ৷ রয়েছে বক্সিং গ্লাভস, জ্যাভলিন, টি-শার্ট ৷  উপহার নিলাম হবে এই pmmementos.gov.in ওয়েবসাইটে।

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

 

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আরও পড়ুন: প্রয়াত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বাদাবি