২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রিওর পর টোকিওতেও কিস্তিমাত,ইতিহাস গড়ে ব্রোঞ্জ সিন্ধুর,

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্কঃ রিও অলিম্পিকে  রুপো জিতলেও টোকিও অলিম্পিকে চিনা তাইপের প্রতিযোগীর কাছে হেরে ফাইনালে উঠতে ব্যার্থ হন পিভি সিন্ধু। শনিবার ভালো শুরু করেও শেষ পর্যন্ত হেরে যান এই ভারতীয় শাটলার।

রবিবার অবশ্য ব্যাডমিন্টনের ওমেন সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করলেন সিন্ধু। ২০১৬ তে রিও অলিম্পিকে তিনি জিতেছিলেন রুপো। ২০২১ এ ভারতকে এনে দিলেন ব্রোঞ্জ পদক।

আরও পড়ুন: উইঘুরদের ওপর নির্যাতনের প্রতিবাদে টোকিওতে বিক্ষোভ

ব্রোঞ্জের লড়াইতে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও। যিনি এই অলিম্পিকের অষ্টম বাছায়ের মর্যাদা পান। সিন্ধু ছিলেন ষষ্ঠ বাছাই।

আরও পড়ুন: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে টোকিও যাচ্ছেন মোদি  

সার্ভিস থেকে প্রথম পয়েন্ট সংগ্রহ করেন সিন্ধু। ৪-০ এগিয়ে যান ভারতীয় তারকা। পরে অবশ্য ম্যাচে ফেরেন বিংজিয়াও।মিড গেম ব্রেকে ১১-৮ ব্যবধানে লড়াই ধরে রাখেন তিনি।শেষ পর্যন্ত প্রথম গেম ২১-১৩ ব্যবধানে জিতে নেন সিন্ধু।

আরও পড়ুন: বার্মিংহামে সিন্ধু গর্জন, কানাডার মিশেল কে উড়িয়ে দিয়ে এল কমনওয়েলথের অধরা সোনা

শুরু থেকেই তুল্যমূল্য লড়াই চলে। ১৬ মিনিট লড়াই শেষে সিন্ধু এগিয়ে যান ১১-৮ পয়েন্টে। সেখান থেকে পরপর তিনটি পয়েন্ট জিতে ১১-১১ সমতায় ফেরেন বিংজিয়াও। ফের ম্যাচে দাপট দেখান সিন্ধু। ৪টি পয়েন্ট জিতে এগিয়ে যান ১৫-১১ পয়েন্টে।খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৩, ২১-১৫। শুধু ব্রোঞ্জ জেতাই নয়, ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে টানা দু’টি অলিম্পিকে পদক জয়ের নজিরও গড়ে ফেললেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিওর পর টোকিওতেও কিস্তিমাত,ইতিহাস গড়ে ব্রোঞ্জ সিন্ধুর,

আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রিও অলিম্পিকে  রুপো জিতলেও টোকিও অলিম্পিকে চিনা তাইপের প্রতিযোগীর কাছে হেরে ফাইনালে উঠতে ব্যার্থ হন পিভি সিন্ধু। শনিবার ভালো শুরু করেও শেষ পর্যন্ত হেরে যান এই ভারতীয় শাটলার।

রবিবার অবশ্য ব্যাডমিন্টনের ওমেন সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করলেন সিন্ধু। ২০১৬ তে রিও অলিম্পিকে তিনি জিতেছিলেন রুপো। ২০২১ এ ভারতকে এনে দিলেন ব্রোঞ্জ পদক।

আরও পড়ুন: উইঘুরদের ওপর নির্যাতনের প্রতিবাদে টোকিওতে বিক্ষোভ

ব্রোঞ্জের লড়াইতে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও। যিনি এই অলিম্পিকের অষ্টম বাছায়ের মর্যাদা পান। সিন্ধু ছিলেন ষষ্ঠ বাছাই।

আরও পড়ুন: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে টোকিও যাচ্ছেন মোদি  

সার্ভিস থেকে প্রথম পয়েন্ট সংগ্রহ করেন সিন্ধু। ৪-০ এগিয়ে যান ভারতীয় তারকা। পরে অবশ্য ম্যাচে ফেরেন বিংজিয়াও।মিড গেম ব্রেকে ১১-৮ ব্যবধানে লড়াই ধরে রাখেন তিনি।শেষ পর্যন্ত প্রথম গেম ২১-১৩ ব্যবধানে জিতে নেন সিন্ধু।

আরও পড়ুন: বার্মিংহামে সিন্ধু গর্জন, কানাডার মিশেল কে উড়িয়ে দিয়ে এল কমনওয়েলথের অধরা সোনা

শুরু থেকেই তুল্যমূল্য লড়াই চলে। ১৬ মিনিট লড়াই শেষে সিন্ধু এগিয়ে যান ১১-৮ পয়েন্টে। সেখান থেকে পরপর তিনটি পয়েন্ট জিতে ১১-১১ সমতায় ফেরেন বিংজিয়াও। ফের ম্যাচে দাপট দেখান সিন্ধু। ৪টি পয়েন্ট জিতে এগিয়ে যান ১৫-১১ পয়েন্টে।খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৩, ২১-১৫। শুধু ব্রোঞ্জ জেতাই নয়, ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে টানা দু’টি অলিম্পিকে পদক জয়ের নজিরও গড়ে ফেললেন তিনি।