২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটিশ পাউন্ডের দর ৩৭ বছরে সর্বনিম্ন

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার
  • / 47

পুবের কলম ওয়েব ডেস্কঃ মার্কিন ডলার এবং ইউরোর বিপরীতে  ব্যাপক দরপতন হয়েছে পাউন্ড স্টার্লিংয়ের। শুক্রবার মার্কিন  ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড ৩৭ বছরের মধ্যে সর্বনিম্ন  পর্যায়ে ঠেকেছে এবং ইউরোর বিপরীতে হয়েছে ১৯ মাসের মধ্যে  সর্বনিম্ন।

 

আরও পড়ুন: ইসলাম কবুল করলেন ব্রিটিশ পুলিশ অফিসার  

মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর এক  শতাংশেরও বেশি কমে ১ দশমিক ১৩৫১ ডলার দাঁড়ায়, যা  ১৯৮৫ সালের পর থেকে সর্বনিম্ন। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন ডলারের বিপরীতে বেশিরভাগ  প্রধান মুদ্রারই দরপতন হয়েছে, বিশেষ করে পাউন্ডের। ইউরোর  বিপরীতেও দর হারিয়েছে ব্রিটিশ মুদ্রা।

আরও পড়ুন: আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর যুদ্ধাপরাধের তদন্তে শুরু

 

আরও পড়ুন: বেতন বাড়ানোর দাবিতে ব্রিটিশ নার্সদের ধর্মঘট

শুক্রবার পাউন্ডের বিপরীতে ইউরোর দর বেড়ে ৮৭ দশমিক ৭১  পেনি পর্যন্ত উঠেছিল, যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে  সর্বোচ্চ। তবে সর্বশেষ পাউন্ডের বিপরীতে ৮৭ দশমিক ৪৫  পেনিতে লেনদেন হচ্ছিল ইউরো। সাম্প্রতিক তথ্য বলছে, ব্রিটেনে  আগস্ট মাসে খুচরা পণ্য বিক্রির পরিমাণ ১ দশমিক ৬ শতাংশ  কমেছে, যা ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন। তবে ব্রিটিশ অর্থনীতির জন্য এটিই একমাত্র খারাপ খবর  নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুসারে, আগামী বছর অন্য যেকোনও বড় অর্থনীতির তুলনায় ব্রিটেনে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা যাবে। সঙ্গে বাড়বে মূল্যস্ফীতি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিটিশ পাউন্ডের দর ৩৭ বছরে সর্বনিম্ন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ মার্কিন ডলার এবং ইউরোর বিপরীতে  ব্যাপক দরপতন হয়েছে পাউন্ড স্টার্লিংয়ের। শুক্রবার মার্কিন  ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড ৩৭ বছরের মধ্যে সর্বনিম্ন  পর্যায়ে ঠেকেছে এবং ইউরোর বিপরীতে হয়েছে ১৯ মাসের মধ্যে  সর্বনিম্ন।

 

আরও পড়ুন: ইসলাম কবুল করলেন ব্রিটিশ পুলিশ অফিসার  

মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর এক  শতাংশেরও বেশি কমে ১ দশমিক ১৩৫১ ডলার দাঁড়ায়, যা  ১৯৮৫ সালের পর থেকে সর্বনিম্ন। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন ডলারের বিপরীতে বেশিরভাগ  প্রধান মুদ্রারই দরপতন হয়েছে, বিশেষ করে পাউন্ডের। ইউরোর  বিপরীতেও দর হারিয়েছে ব্রিটিশ মুদ্রা।

আরও পড়ুন: আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর যুদ্ধাপরাধের তদন্তে শুরু

 

আরও পড়ুন: বেতন বাড়ানোর দাবিতে ব্রিটিশ নার্সদের ধর্মঘট

শুক্রবার পাউন্ডের বিপরীতে ইউরোর দর বেড়ে ৮৭ দশমিক ৭১  পেনি পর্যন্ত উঠেছিল, যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে  সর্বোচ্চ। তবে সর্বশেষ পাউন্ডের বিপরীতে ৮৭ দশমিক ৪৫  পেনিতে লেনদেন হচ্ছিল ইউরো। সাম্প্রতিক তথ্য বলছে, ব্রিটেনে  আগস্ট মাসে খুচরা পণ্য বিক্রির পরিমাণ ১ দশমিক ৬ শতাংশ  কমেছে, যা ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন। তবে ব্রিটিশ অর্থনীতির জন্য এটিই একমাত্র খারাপ খবর  নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুসারে, আগামী বছর অন্য যেকোনও বড় অর্থনীতির তুলনায় ব্রিটেনে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা যাবে। সঙ্গে বাড়বে মূল্যস্ফীতি।