০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাস শিক্ষকের বাইক জ্বালিয়ে দিল সাত পড়ুয়া, উত্তেজনা চিত্তরঞ্জনে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 19

Seven students set fire to the history teacher’s bike, in a show of excitement

 

আরও পড়ুন: মসজিদে আগুন লাগাল উগ্রবাদীরা

পুবের কলম ওয়েবডেস্ক: চিত্তরঞ্জনের ডিভি বয়েস হিন্দি মিডিয়ামের ইতিহাসের শিক্ষক অবনী কুমার বেরা মোটর সাইকেলে আগুন। মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ৭জন ছাত্রর  বিরূদ্ধে। আগুন নিয়ন্ত্রণ করতে যতক্ষণ সময় লাগে তার মধ্যেই বাইকটি পুড়ে ছারখার হয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই স্কুলে পৌঁছায় পুলিশ ও আর পি এফ।  ইতিহাসের শিক্ষক অবনী বাবু জানান সোমবার সকালেই মোটর সাইকেলটি স্কুলের মেনগেটের কাছে রেখেছিলেন।

ইতিহাস শিক্ষকের বাইক জ্বালিয়ে দিল সাত পড়ুয়া, উত্তেজনা চিত্তরঞ্জনে

 

এই নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও আর পি এফ। রাহুল বাল্মিকী, রাহুল কুমার যাদব, মুন্না সাউ,সুমিত কুমার, আদিত্য কুমার,অবিনাশ রাম এদের নামে অভিযোগ করেছেন শিক্ষক অবনী কুমার বেরা।অবনী বাবু জানান এই ছেলেরা স্কুলের যে দেওয়াল ছিল তা ভেঙে দিয়ে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে এবং ইংরেজিতে নম্বর কম পাওয়ার কারনে ইংরেজি শিক্ষক উপর হামলাও করেছে এরা।

ইতিহাস শিক্ষকের বাইক জ্বালিয়ে দিল সাত পড়ুয়া, উত্তেজনা চিত্তরঞ্জনে

 

যার অভিযোগও পূর্বেই করা হয়েছে এবং এদের অভিভাবকদেরও স্কুলে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তারা স্কুলে আসেনি আজ সকালে মেন প্রজেক্ট জমা করতে বলা হয়েছিল ছাত্ররা বলেছিল আজ তারা প্রজেক্ট জমা করতে পারবে না আগামীকাল করবে এরপরেই এরা বাইকে আগুন লাগায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন অবনী বাবু। আগুন লাগার পর স্কুলের চৌকিদার আর এক শিক্ষক তাকে জানায়। তারপর স্কুলের শিক্ষক ও ছাত্ররা মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করে এবং দমকলে খবর দেওয়া হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইতিহাস শিক্ষকের বাইক জ্বালিয়ে দিল সাত পড়ুয়া, উত্তেজনা চিত্তরঞ্জনে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

Seven students set fire to the history teacher’s bike, in a show of excitement

 

আরও পড়ুন: মসজিদে আগুন লাগাল উগ্রবাদীরা

পুবের কলম ওয়েবডেস্ক: চিত্তরঞ্জনের ডিভি বয়েস হিন্দি মিডিয়ামের ইতিহাসের শিক্ষক অবনী কুমার বেরা মোটর সাইকেলে আগুন। মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ৭জন ছাত্রর  বিরূদ্ধে। আগুন নিয়ন্ত্রণ করতে যতক্ষণ সময় লাগে তার মধ্যেই বাইকটি পুড়ে ছারখার হয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই স্কুলে পৌঁছায় পুলিশ ও আর পি এফ।  ইতিহাসের শিক্ষক অবনী বাবু জানান সোমবার সকালেই মোটর সাইকেলটি স্কুলের মেনগেটের কাছে রেখেছিলেন।

ইতিহাস শিক্ষকের বাইক জ্বালিয়ে দিল সাত পড়ুয়া, উত্তেজনা চিত্তরঞ্জনে

 

এই নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও আর পি এফ। রাহুল বাল্মিকী, রাহুল কুমার যাদব, মুন্না সাউ,সুমিত কুমার, আদিত্য কুমার,অবিনাশ রাম এদের নামে অভিযোগ করেছেন শিক্ষক অবনী কুমার বেরা।অবনী বাবু জানান এই ছেলেরা স্কুলের যে দেওয়াল ছিল তা ভেঙে দিয়ে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে এবং ইংরেজিতে নম্বর কম পাওয়ার কারনে ইংরেজি শিক্ষক উপর হামলাও করেছে এরা।

ইতিহাস শিক্ষকের বাইক জ্বালিয়ে দিল সাত পড়ুয়া, উত্তেজনা চিত্তরঞ্জনে

 

যার অভিযোগও পূর্বেই করা হয়েছে এবং এদের অভিভাবকদেরও স্কুলে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তারা স্কুলে আসেনি আজ সকালে মেন প্রজেক্ট জমা করতে বলা হয়েছিল ছাত্ররা বলেছিল আজ তারা প্রজেক্ট জমা করতে পারবে না আগামীকাল করবে এরপরেই এরা বাইকে আগুন লাগায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন অবনী বাবু। আগুন লাগার পর স্কুলের চৌকিদার আর এক শিক্ষক তাকে জানায়। তারপর স্কুলের শিক্ষক ও ছাত্ররা মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করে এবং দমকলে খবর দেওয়া হয়।