২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার গার্ডেনরিচ কাণ্ডের আমির খান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 75

পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগেই তার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেইসময় তার বাড়িতে প্রায় ১৭ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করে ইডি।

এবার দু’সপ্তাহ ধরে তল্লাশি চালানোর পর অবশেষে গ্রেফতার হলেন গার্ডেনরিচের সেই অনলাইন গেমিং ব্যবসায়ী। বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গার্ডেনরিচের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। শনিবার আমির খানকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

গত ১০ সেপ্টেম্বর সকালে গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডের বাসিন্দা ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

সেদিন পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছ’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডির গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে আমিরের বাড়িতে বিপুল নগদ টাকার সন্ধান পান তদন্তকারীরা। খাটের তলা থেকে উদ্ধার হয় ১৭ কোটি ৩২ লাখ টাকা।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

সেই ঘটনার পর থেকেই বেপাত্তা হন আমির। অভিযোগ, আমির পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল।

অবশেষে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আর কে কে জড়িত,  তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মোবাইল গেমিং অ্যাপের মারফত মোটা রোজগারের টোপ দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলত অভিযুক্ত। বিভিন্ন মানুষকে ঠকিয়ে তোলা সেই টাকার পরিমাণ প্রায় ৫০ কোটি বলে অনুমান তদন্তকারীদের। তার নামে ২০২১ সালে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার গার্ডেনরিচ কাণ্ডের আমির খান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগেই তার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেইসময় তার বাড়িতে প্রায় ১৭ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করে ইডি।

এবার দু’সপ্তাহ ধরে তল্লাশি চালানোর পর অবশেষে গ্রেফতার হলেন গার্ডেনরিচের সেই অনলাইন গেমিং ব্যবসায়ী। বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গার্ডেনরিচের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। শনিবার আমির খানকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

গত ১০ সেপ্টেম্বর সকালে গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডের বাসিন্দা ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

সেদিন পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছ’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডির গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে আমিরের বাড়িতে বিপুল নগদ টাকার সন্ধান পান তদন্তকারীরা। খাটের তলা থেকে উদ্ধার হয় ১৭ কোটি ৩২ লাখ টাকা।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

সেই ঘটনার পর থেকেই বেপাত্তা হন আমির। অভিযোগ, আমির পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল।

অবশেষে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আর কে কে জড়িত,  তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মোবাইল গেমিং অ্যাপের মারফত মোটা রোজগারের টোপ দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলত অভিযুক্ত। বিভিন্ন মানুষকে ঠকিয়ে তোলা সেই টাকার পরিমাণ প্রায় ৫০ কোটি বলে অনুমান তদন্তকারীদের। তার নামে ২০২১ সালে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়।