অবশেষে আন্দোলন প্রত্যাহার কুড়মিদের, ৬ দিন পর স্বাভাবিক হওয়ার পথে রেল পরিষেবা
- আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 47
পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে আন্দোলন প্রত্যাহার কুড়মিদের। ৬ দিন পর স্বাভাবিক হওয়ার পথে রেল পরিষেবা। জাতীয় সড়কেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যান চলাচল। কুড়মি জনগোষ্ঠি কে আদিবাসী জনজাতি করার দাবি জানিয়ে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করেন কুড়মি জনগোষ্ঠী। তারা রেল অবরোধের পাশাপাশি শুরু করেন সড়ক অবরোধও। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের রেল লাইনের ওপরে শুয়ে পড়ে শুরু হয় অবরোধ। এর সঙ্গে অবরোধ শুরু করা হয় ৫ নম্বর জাতীয় সড়কেও। রাস্থায় একের পর এক দাঁড়িয়ে পড়তে শুরু করে ট্রাক , বাস , সহ একাধিক যানবাহন।
শনিবার কুড়মি সম্প্রদায়ের পক্ষে অজিত কুমার মাহাতো পুরুলিয়ার জেলাশাসকের সঙ্গে বৈঠকও করেন। তাতে নবান্ন থেকেও ভিডিও কনফারেন্সে উচ্চপদস্থ আমলারা ভিডিও কনফারেন্সে যোগ দেন। তবে আন্দোলন প্রত্যাহার নিয়ে কুড়মিদের মধ্যেই দেখা যায় দোলাচল। অজিতপ্রসাদ মাহাতো আন্দোলন প্রত্যাহার নিয়ে সহমত পোষণ করলেও বেঁকে বসেন অন্যরা।
শনিবার সন্ধেয় পুরুলিয়া-আদ্রা শাখায় কুস্তাউর স্টেশন থেকে রেল অবরোধ তুলে নেওয়া হলেও জারি থাকে কুড়মিদের মধ্যে দুটি গোষ্ঠীর মতভেদ। ‘ছোটনাগপুর কুডমি, কুড়মি, মাহাতোরা রাতভর অবরোধ জারি রাখেন। তবে রবিবার সকাল সাতটা পনের মিনিট নাগাদ তারাও অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে সহমত হওয়ার পরেই সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয় অবরোধ।




















