পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনের সময়েই জনপ্রিয় হয়েছিল খেলা হবে স্লোগান। ফের খেলা হবে স্লোগানকে সামনে রেখে আগামী ১৬ আগস্ট রাজ্যজুড়ে খেলা দিবস পালনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি_সন্দীপ সাহা
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘খেলা হবে স্লোগান এখন খুব জনপ্রিয়। অন্য রাজ্যেও এই স্লোগান দেওয়া হচ্ছে। তবে এখনও অল্পই খেলা হয়েছে। বাকি খেলা আগামীদিনে দেখানো হবে।খেলা ছাড়া জীবন চলে না। খেলার মধ্যে দিয়ে ঐতিহ্য, সংস্কৃতি ও সুস্বাস্থ্য গড়ে ওঠে। জাপানেও অলিম্পিক চলছে। খেলা হবে স্লোগানটা চিরস্থায়ী করা দরকার। বিভিন্ন খেলা ও কর্মসূচির মাধ্যমে খেলা হবে স্লোগানকে কার্যকরী করতে হবে।

ছবি_সন্দীপ সাহা
এদিন ২৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বলেন, আইএফএ বাংলা ফুটবল দলের জন্য নতুন জার্সি তৈরি করেছে। সেই জার্সিরও উদ্বোধন করলেন তিনি।

























