০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লোরিডায় হারিকেন ইয়ান, মৃত্যুর সংখ্যা এখনও অজানা

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 59

পুবের কলম ওয়েব ডেস্ক: শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে লন্ডভন্ড আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাংশ। কোস্টা দ্বীপে ৪ মাত্রার ঝড়টি আছড়ে পড়ে। সেই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার। ফ্লোরিডা প্রশাসন সূত্রে খবর, আপাতত ২.৬ মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ নেই। অন্যদিকে হ্যারিকেন আছড়ে পড়ায় ক্ষতি হয়েছে বন্দরেরও। ঝড়ের দাপটে ক্ষতি হয়েছে বহু নৌকা ও ক্রুজের। উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার এবং রিভার ট্রাফিক বাহিনীকে নামিয়েছে ফ্লোরিডা প্রশাসন। নিহত অন্তত ২। সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ‘ক্যাটাগরি ৪’ মাত্রার হারিকেনের আঘাতে ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝোড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গেছে বহু সড়ক। এটি আরও বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে; কোস্টা দ্বীপে আঘাত হানার প্রায় দেড়ঘণ্টা পর ফ্লোরিডার মূল ভূখণ্ডে আসে ইয়ান।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৫ মাইলে নেমে আসে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি এড়াতে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

উপকূলীয় এলাকার মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশন দিয়েছে প্রশাসন। জানা গেছে; হারিকেনের প্রভাবে একটি নৌকাডুবির ঘটনায় ২০ অভিবাসী নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোক পরিবারে

আগামী ২৪ ঘণ্টা আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন ফ্লোরিডার টাম্পা শহরের মেয়র জেন ক্যাস্টর। বুধবার বলেন; ‘ভারী বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছে। সারারাত চলবে। এর কারণে বন্যা দেখা দিয়েছে।’

জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক কেন গ্রাহাম বলেন; ‘এটি এমন একটি ঝড় যা নিয়ে আমরা আগামী বহু বছর আলোচনা করব; স্মরণীয় ঘটনা।’ ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর গ্লেন ইয়াংকিন। ওই অঙ্গরাজ্যের কিছু অংশে ইয়ানের কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফ্লোরিডা থেকে ৮০০ মাইল দূরেই ভার্জিনিয়ার অবস্থান।

জলবন্দি দুর্গত মানুষগুলিকে দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফ্লোরিডা প্রশাসন। পাশাপাশি, দু’টি হাসপাতাল তৈরি করেছেন তাঁরা। প্রশাসনিক কার্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে উদ্ধার হয়ে আসা বাসিন্দাদের মধ্যে খাবার ও জল বিলি করছে ফ্লোরিডা প্রশাসন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্লোরিডায় হারিকেন ইয়ান, মৃত্যুর সংখ্যা এখনও অজানা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে লন্ডভন্ড আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাংশ। কোস্টা দ্বীপে ৪ মাত্রার ঝড়টি আছড়ে পড়ে। সেই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার। ফ্লোরিডা প্রশাসন সূত্রে খবর, আপাতত ২.৬ মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ নেই। অন্যদিকে হ্যারিকেন আছড়ে পড়ায় ক্ষতি হয়েছে বন্দরেরও। ঝড়ের দাপটে ক্ষতি হয়েছে বহু নৌকা ও ক্রুজের। উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার এবং রিভার ট্রাফিক বাহিনীকে নামিয়েছে ফ্লোরিডা প্রশাসন। নিহত অন্তত ২। সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ‘ক্যাটাগরি ৪’ মাত্রার হারিকেনের আঘাতে ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝোড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গেছে বহু সড়ক। এটি আরও বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে; কোস্টা দ্বীপে আঘাত হানার প্রায় দেড়ঘণ্টা পর ফ্লোরিডার মূল ভূখণ্ডে আসে ইয়ান।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৫ মাইলে নেমে আসে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি এড়াতে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

উপকূলীয় এলাকার মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশন দিয়েছে প্রশাসন। জানা গেছে; হারিকেনের প্রভাবে একটি নৌকাডুবির ঘটনায় ২০ অভিবাসী নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোক পরিবারে

আগামী ২৪ ঘণ্টা আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন ফ্লোরিডার টাম্পা শহরের মেয়র জেন ক্যাস্টর। বুধবার বলেন; ‘ভারী বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছে। সারারাত চলবে। এর কারণে বন্যা দেখা দিয়েছে।’

জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক কেন গ্রাহাম বলেন; ‘এটি এমন একটি ঝড় যা নিয়ে আমরা আগামী বহু বছর আলোচনা করব; স্মরণীয় ঘটনা।’ ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর গ্লেন ইয়াংকিন। ওই অঙ্গরাজ্যের কিছু অংশে ইয়ানের কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফ্লোরিডা থেকে ৮০০ মাইল দূরেই ভার্জিনিয়ার অবস্থান।

জলবন্দি দুর্গত মানুষগুলিকে দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফ্লোরিডা প্রশাসন। পাশাপাশি, দু’টি হাসপাতাল তৈরি করেছেন তাঁরা। প্রশাসনিক কার্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে উদ্ধার হয়ে আসা বাসিন্দাদের মধ্যে খাবার ও জল বিলি করছে ফ্লোরিডা প্রশাসন।