২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শতাব্দীর ভয়ংকরতম দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ১২৭ জনের মৃত্যু

ইমামা খাতুন
  • আপডেট : ২ অক্টোবর ২০২২, রবিবার
  • / 117

পুবের কলম ওয়েব ডেস্ক: শতাব্দীর ভয়াবহতম দুর্ঘটনা ঘটলো ইন্দোনেশিয়ার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। ম্যাচটি ছিল জাভার দুটি ক্লাবের মধ্যে। এটি ইন্দোনেশিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ। আরেমা ও পার্সিবায়া সুরাবায়ার মধ্যে ম্যাচটি ঘিরে ঘটে গেল তুলকালাম কান্ড। পূর্ব জাভার মালাং রিজেন্সিতে এই ম্যাচে পার্সিবায়া সুরাবায়া ৩-২ গোলে হারিয়ে দিল আরেমাকে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। আরেমার কিছু সমর্থক হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন।

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ধসে মৃত ৩৭, এখনো নিখোঁজ ২৬

ঝামেলা এড়াতে পুলিশ কাঁদানে গ্যাস চালায় । দুই দলের ফুটবলারদের বেশিরভাগই ড্রেসিংরুমে ঢুকে যেতে সমর্থ্য হলেও আরেমার কিছু ফুটবলার মাঠেই রয়ে গিয়েছিলেন। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ায় তাড়াহুড়ো করে স্টেডিয়াম থেকে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। মালাং রিজেন্সির এক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ১২৭ । সেটি বাড়তেও পারে। বহু মানুষ হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বাড়ছে বিক্ষোভ, রাজধানীতে সেনা মোতায়েন

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ১৮ কিলোমিটার ছাই স্তূপ তৈরি হয়

প্রসঙ্গত ১৯৮০ সালের ১৬ই আগস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ কে কেন্দ্র করে ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা। ১৬ টি তরতাজা প্রাণ সেদিন চলে গিয়েছিল।

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শতাব্দীর এ পর্যন্ত ভয়াবহতম দুর্ঘটনাটি ঘটেছিল ২০০১ সালে ঘানায়। সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ১২৬ জন মারা গিয়েছিলেন সেই ঘটনায়। ২০০৯ সালে আইভরি কোস্টের একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয় তাতে মারা যান ১৯ জন। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকায় একটি ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় ৪৩ জনের। ১৯৯৬ সালে গোয়াতেমালায় ফুটবল ম্যাচে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছিল ৮২ জনের।

ইন্দোনেশিয়ার ফুটবল ম্যাচ ঘানার সেদিনের সেই ভয়ংকরতম রূপটিকেই আবার সামনে তুলে আনলো। সংবাদ সংস্থা জানাচ্ছে সাম্প্রতিক অতীতে ঘানার ঘটনাটি বাদ দিলে ইডেন গার্ডেন্সের ঘটনাটি ছাড়া এশিয়া মহাদেশের বুকে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এত বড় দুর্ঘটনা ঘটেনি। এত মানুষের মৃত্যু হয়নি। কোন ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এটিই শতাব্দীর ভয়ঙ্করতম দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শতাব্দীর ভয়ংকরতম দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ১২৭ জনের মৃত্যু

আপডেট : ২ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: শতাব্দীর ভয়াবহতম দুর্ঘটনা ঘটলো ইন্দোনেশিয়ার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। ম্যাচটি ছিল জাভার দুটি ক্লাবের মধ্যে। এটি ইন্দোনেশিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ। আরেমা ও পার্সিবায়া সুরাবায়ার মধ্যে ম্যাচটি ঘিরে ঘটে গেল তুলকালাম কান্ড। পূর্ব জাভার মালাং রিজেন্সিতে এই ম্যাচে পার্সিবায়া সুরাবায়া ৩-২ গোলে হারিয়ে দিল আরেমাকে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। আরেমার কিছু সমর্থক হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন।

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ধসে মৃত ৩৭, এখনো নিখোঁজ ২৬

ঝামেলা এড়াতে পুলিশ কাঁদানে গ্যাস চালায় । দুই দলের ফুটবলারদের বেশিরভাগই ড্রেসিংরুমে ঢুকে যেতে সমর্থ্য হলেও আরেমার কিছু ফুটবলার মাঠেই রয়ে গিয়েছিলেন। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ায় তাড়াহুড়ো করে স্টেডিয়াম থেকে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। মালাং রিজেন্সির এক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ১২৭ । সেটি বাড়তেও পারে। বহু মানুষ হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বাড়ছে বিক্ষোভ, রাজধানীতে সেনা মোতায়েন

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ১৮ কিলোমিটার ছাই স্তূপ তৈরি হয়

প্রসঙ্গত ১৯৮০ সালের ১৬ই আগস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ কে কেন্দ্র করে ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা। ১৬ টি তরতাজা প্রাণ সেদিন চলে গিয়েছিল।

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শতাব্দীর এ পর্যন্ত ভয়াবহতম দুর্ঘটনাটি ঘটেছিল ২০০১ সালে ঘানায়। সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ১২৬ জন মারা গিয়েছিলেন সেই ঘটনায়। ২০০৯ সালে আইভরি কোস্টের একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয় তাতে মারা যান ১৯ জন। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকায় একটি ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় ৪৩ জনের। ১৯৯৬ সালে গোয়াতেমালায় ফুটবল ম্যাচে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছিল ৮২ জনের।

ইন্দোনেশিয়ার ফুটবল ম্যাচ ঘানার সেদিনের সেই ভয়ংকরতম রূপটিকেই আবার সামনে তুলে আনলো। সংবাদ সংস্থা জানাচ্ছে সাম্প্রতিক অতীতে ঘানার ঘটনাটি বাদ দিলে ইডেন গার্ডেন্সের ঘটনাটি ছাড়া এশিয়া মহাদেশের বুকে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এত বড় দুর্ঘটনা ঘটেনি। এত মানুষের মৃত্যু হয়নি। কোন ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এটিই শতাব্দীর ভয়ঙ্করতম দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।