কর্নাটকে চোর সন্দেহে দলিত ছেলেকে খুঁটিতে বেঁধে বেধড়ক মার,অভিযুক্ত উচ্চবর্ণের দশজনের বিরুদ্ধে মামলা

- আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার
- / 46
পুবের কলম ওয়েব ডেস্ক: চোদ্দ বছর বয়সী এক দলিত ছেলেকে খুঁটিতে বেঁধে মারধর করা ও এই অমানবিক কাজের অভিযোগে দশজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায় ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার চিন্তামণি পল্লী থানা এলাকায়। অভিযুক্তরা সবাই উচ্চবর্ণের লোক। চোর সন্দেহে দলিত ছেলেটিকে ব্যাপক মারধোর করা হয় বলে অভিযোগ। ওই জেলার কেম্পাদেনহাল্লির বাসিন্দা যশবন্ত তার বয়সী অন্যান্য ছেলে-মেয়েদের সঙ্গে খেলছিল। যশবন্ত উচ্চবর্ণের এক মেয়ের সোনার কানের দুল চুরি করেছে বলে অভিযোগ তোলা হয়। ছেলেটির ভূমিকা সন্দেহ করে উচ্চবর্ণের গোষ্ঠীর লোকজন ছেলেটিকে টেনে নিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। ছেলেকে বাঁচাতে ছুটে এলে তার মাকেও মারধর করা হয়। যশবন্ত ও তার মাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার এবং এটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন প্রকাশ্যে এসেছে। চিন্তামণি পল্লী পুলিশ আহত ছেলে ও তার মায়ের জবানবন্দি রেকর্ড করেছে। তারা উচ্চবর্ণের ১০ জনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করছে। এর আগে, চিক্কাবল্লাপুর জেলায় হিন্দু দেবতার মূর্তি স্পর্শ করার জন্য উচ্চবর্ণের লোকেরা একটি দলিত ছেলের পরিবারকে ৬০, ০০০ টাকা জরিমানা করেছিল। ছেলেটির পরিবারকেও বয়কট করা হয়েছিল এবং সরকারী সংস্থার হস্তক্ষেপে সমস্যাটি সমাধান করা হয়েছিল।