০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সল্টলেক অফিসপাড়ায় পথদুর্ঘটনা, আহত ৩

ইমামা খাতুন
  • আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার
  • / 108

পুবের কলম প্রতিবেদক: সল্টলেকের অফিসপাড়া সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা। শনিবার সকালে দুটি প্রাইভেট গাড়ির সংঘর্ষে জখম হয়েছে তিনজন। এদের মধ্যে একটি গাড়ির ভিতরের আসনে বসে থাকা বয়স্ক এক মহিলা মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। বাকি দুজন সাধারণ পথচারী। তাঁদের বেঘোরেই জখম হতে হয়। দুর্ঘটনা পরবর্তীতে আহত প্রত্যেকের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ও কর্তব্যরত ট্রাফিক কর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে একটি প্রাইভেট গাড়ি গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়েরে দিকে যাচ্ছিল। এই গাড়ির চালক ট্রাফিক সিগনাল মেনেই রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় উইপ্রো মোড়ের দিক থেকে অপর একটি প্রাইভেট গাড়ি নিউ টাউন শহরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাফিক রেড সিগন্যালের তোয়াক্কা না করে নিউ টাউনগামী গাড়িটি চালক দ্রুত গতিতে রাস্তা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। বেপরোয়া গাড়ি চালক প্রথম গাড়ি অর্থাৎ সিগন্যাল মেনে রাস্তা পার হওয়া গাড়িরে মাঝ অংশে দ্রুত গতিতে ধাক্কা মারে। এতেই গাড়ির বড় একাংশ দুমড়ে-মুচড়ে ক্ষতি হয়েছে। সেইসঙ্গে, ওই গাড়ির ভেতরের আসনে বসে থাকা বয়স্ক এক মহিলা মাথা ফেটে জখম হন। দুর্ঘটনায় পুলিশ বেপরোয়া চালক ও গাড়িটিকে আটক করেছে।

আরও পড়ুন: P. K. Banerjee বাড়িতে দেহ উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

আরও পড়ুন: হুক্কা বার চালানোর অপরাধে সল্টলেকে ধৃত ৩

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সল্টলেক অফিসপাড়ায় পথদুর্ঘটনা, আহত ৩

আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: সল্টলেকের অফিসপাড়া সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা। শনিবার সকালে দুটি প্রাইভেট গাড়ির সংঘর্ষে জখম হয়েছে তিনজন। এদের মধ্যে একটি গাড়ির ভিতরের আসনে বসে থাকা বয়স্ক এক মহিলা মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। বাকি দুজন সাধারণ পথচারী। তাঁদের বেঘোরেই জখম হতে হয়। দুর্ঘটনা পরবর্তীতে আহত প্রত্যেকের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ও কর্তব্যরত ট্রাফিক কর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে একটি প্রাইভেট গাড়ি গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়েরে দিকে যাচ্ছিল। এই গাড়ির চালক ট্রাফিক সিগনাল মেনেই রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় উইপ্রো মোড়ের দিক থেকে অপর একটি প্রাইভেট গাড়ি নিউ টাউন শহরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাফিক রেড সিগন্যালের তোয়াক্কা না করে নিউ টাউনগামী গাড়িটি চালক দ্রুত গতিতে রাস্তা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। বেপরোয়া গাড়ি চালক প্রথম গাড়ি অর্থাৎ সিগন্যাল মেনে রাস্তা পার হওয়া গাড়িরে মাঝ অংশে দ্রুত গতিতে ধাক্কা মারে। এতেই গাড়ির বড় একাংশ দুমড়ে-মুচড়ে ক্ষতি হয়েছে। সেইসঙ্গে, ওই গাড়ির ভেতরের আসনে বসে থাকা বয়স্ক এক মহিলা মাথা ফেটে জখম হন। দুর্ঘটনায় পুলিশ বেপরোয়া চালক ও গাড়িটিকে আটক করেছে।

আরও পড়ুন: P. K. Banerjee বাড়িতে দেহ উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

আরও পড়ুন: হুক্কা বার চালানোর অপরাধে সল্টলেকে ধৃত ৩