০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আধার কার্ড নিয়ে এবার নয়া সার্কুলার জারি করল ইউআইডিএআই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্ক : ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) একটি সার্কুলার জারি করেছে। সেই বিবৃতিতে ১০ বছর আগে ইস্যু করা আধার নম্বরগুলির জন্য নথি আপডেট করার আহ্বান জানিয়েছে ইউআইডিএআই। আধারকার্ড ব্যবহারকারী, যারা ১০ বছরেরও বেশি আগে কার্ড ইস্যু করেছিল তারপর থেকে তার বিশদ আপডেট করেনি তাদের তথ্য শনাক্তকরণ এবং বসবাসের প্রামাণ্য নথি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে।

একটি বিবৃতিতে ইউআইডিএআই জানিয়েছে, আপডেটটি অনলাইনের পাশাপাশি আধার কেন্দ্রগুলিতেও করা যেতে পারে। ১০ বছরেরও বেশি আগে যারা আধার কার্ড ইস্যু করেছিল, কিন্তু ইস্যু করার পরে যারা কোনও আপডেট করেনি তাদের নথিগুলি আপডেট করার অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন: Voter and Aadhaar card সংযুক্তি নিয়ে শীর্ষ আধিকারিকদের বৈঠক আগামী সপ্তাহে

তবে ইউআইডিএআই-এর তরফে এই আপডেট বাধ্যতামূলক কিনা তা জানানো হয়নি।

আরও পড়ুন: রেশন ব্যবস্থায় কেন্দ্রের নয়া বিধি, ১ এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান ডিলার্স ফেডারেশনের

সাম্প্রতিক সার্কুলার অনুসারে, যে ব্যক্তি ১০ বছর আগে তার আধার কার্ড নম্বর পেয়েছেন এবং পরবর্তী বছরে কোনও তথ্য আপডেট করেননি তাদের নথি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনীয় ফি প্রদানের মাধ্যমে শনাক্তকরণ নথি এবং বসবাসের প্রমাণ আপডেট করা হবে। ‘মাই আধার পোর্টাল’ বা নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে এই পরিষেবাটি পাওয়া যাবে।

আরও পড়ুন: আধার কার্ড বন্ধ নিয়ে বিভ্রান্তি! পুনরায় কার্ড চালু হওয়ার মেসেজ পেয়ে স্বস্তি

আধার কর্মসূচিতে আঙুলের ছাপ, নিজস্ব ছবি, আইরিশের মাধ্যমে শনাক্তকরণ করা হবে। বিভিন্ন সরকারি স্কিম এবং পরিষেবাগুলিতে আধার নম্বর ব্যবহার করা হয়। সরকারি সুবিধা পেতে প্রত্যেককে আধার তথ্য আপডেট করা জরুরি, যাতে শংসাপত্রে ও শনাক্তকরণের ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আধার কার্ড নিয়ে এবার নয়া সার্কুলার জারি করল ইউআইডিএআই

আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক : ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) একটি সার্কুলার জারি করেছে। সেই বিবৃতিতে ১০ বছর আগে ইস্যু করা আধার নম্বরগুলির জন্য নথি আপডেট করার আহ্বান জানিয়েছে ইউআইডিএআই। আধারকার্ড ব্যবহারকারী, যারা ১০ বছরেরও বেশি আগে কার্ড ইস্যু করেছিল তারপর থেকে তার বিশদ আপডেট করেনি তাদের তথ্য শনাক্তকরণ এবং বসবাসের প্রামাণ্য নথি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে।

একটি বিবৃতিতে ইউআইডিএআই জানিয়েছে, আপডেটটি অনলাইনের পাশাপাশি আধার কেন্দ্রগুলিতেও করা যেতে পারে। ১০ বছরেরও বেশি আগে যারা আধার কার্ড ইস্যু করেছিল, কিন্তু ইস্যু করার পরে যারা কোনও আপডেট করেনি তাদের নথিগুলি আপডেট করার অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন: Voter and Aadhaar card সংযুক্তি নিয়ে শীর্ষ আধিকারিকদের বৈঠক আগামী সপ্তাহে

তবে ইউআইডিএআই-এর তরফে এই আপডেট বাধ্যতামূলক কিনা তা জানানো হয়নি।

আরও পড়ুন: রেশন ব্যবস্থায় কেন্দ্রের নয়া বিধি, ১ এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান ডিলার্স ফেডারেশনের

সাম্প্রতিক সার্কুলার অনুসারে, যে ব্যক্তি ১০ বছর আগে তার আধার কার্ড নম্বর পেয়েছেন এবং পরবর্তী বছরে কোনও তথ্য আপডেট করেননি তাদের নথি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনীয় ফি প্রদানের মাধ্যমে শনাক্তকরণ নথি এবং বসবাসের প্রমাণ আপডেট করা হবে। ‘মাই আধার পোর্টাল’ বা নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে এই পরিষেবাটি পাওয়া যাবে।

আরও পড়ুন: আধার কার্ড বন্ধ নিয়ে বিভ্রান্তি! পুনরায় কার্ড চালু হওয়ার মেসেজ পেয়ে স্বস্তি

আধার কর্মসূচিতে আঙুলের ছাপ, নিজস্ব ছবি, আইরিশের মাধ্যমে শনাক্তকরণ করা হবে। বিভিন্ন সরকারি স্কিম এবং পরিষেবাগুলিতে আধার নম্বর ব্যবহার করা হয়। সরকারি সুবিধা পেতে প্রত্যেককে আধার তথ্য আপডেট করা জরুরি, যাতে শংসাপত্রে ও শনাক্তকরণের ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়।