২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সউদির প্রতি সুর নরম বাইডেনের?

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার
  • / 45

পুবের কলম ওয়েব ডেস্ক: তেলের উৎপাদন কমানো নিয়ে সউদি আরবকে হুঁশিয়ারি দেওয়ার পরই আবার সুর নরম করল আমেরিকা। তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত এক মাস পিছিয়ে দিতে রিয়াধকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন; এমনই দাবি করেছে সউদি সরকার।

 

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখেই ওপেক প্লাসের নেওয়া সিদ্ধান্ত বাইডেন সরকার মেনে নিচ্ছে না বলে মনে করছে সউদি। গত সপ্তাহে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় সউদি নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

 

আরও পড়ুন: ১১ বছর পর সউদিতে আসাদ

সিদ্ধান্ত অনুযায়ী; নভেম্বর থেকে প্রতিদিন ২০ লক্ষ ব্যারেল অপরিশোতি তেল উৎপাদন কমবে।

আমেরিকার আশঙ্কা; এর ফলে তেলের দাম আরও বেড়ে যাবে। তাই আপত্তি জানায় ওয়াশিংটন। রিয়াধের বিরুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ আনে বাইডেন সরকার। কারণ; সউদি তেল উৎপাদন কমালে রাশিয়ার আয় বাড়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর ওপর দেওয়া নিষোজ্ঞার কার্যকারিতা কমে যাবে।

এতে রাশিয়া লাভবান হবে বলে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তবে এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করছে সউদি।

এর আগে ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তকে ‘পুরোপুরি অর্থনৈতিক’ বলে দাবি করেছিল সউদি আরব। তবে এবার আমেরিকা চাইছে সুর নরম করে কাজ করিয়ে নিতে। আগামী ৮ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। এতে অংশ নেবে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টিও। এ সময় জ্বালানির মূল্যবৃদ্ধিতে ভোটে বিরূপ প্রভাব পড়তে পারে এমন শঙ্কায় সউদি আরবকে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত এক মাস পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদির প্রতি সুর নরম বাইডেনের?

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: তেলের উৎপাদন কমানো নিয়ে সউদি আরবকে হুঁশিয়ারি দেওয়ার পরই আবার সুর নরম করল আমেরিকা। তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত এক মাস পিছিয়ে দিতে রিয়াধকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন; এমনই দাবি করেছে সউদি সরকার।

 

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখেই ওপেক প্লাসের নেওয়া সিদ্ধান্ত বাইডেন সরকার মেনে নিচ্ছে না বলে মনে করছে সউদি। গত সপ্তাহে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় সউদি নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

 

আরও পড়ুন: ১১ বছর পর সউদিতে আসাদ

সিদ্ধান্ত অনুযায়ী; নভেম্বর থেকে প্রতিদিন ২০ লক্ষ ব্যারেল অপরিশোতি তেল উৎপাদন কমবে।

আমেরিকার আশঙ্কা; এর ফলে তেলের দাম আরও বেড়ে যাবে। তাই আপত্তি জানায় ওয়াশিংটন। রিয়াধের বিরুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ আনে বাইডেন সরকার। কারণ; সউদি তেল উৎপাদন কমালে রাশিয়ার আয় বাড়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর ওপর দেওয়া নিষোজ্ঞার কার্যকারিতা কমে যাবে।

এতে রাশিয়া লাভবান হবে বলে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তবে এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করছে সউদি।

এর আগে ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তকে ‘পুরোপুরি অর্থনৈতিক’ বলে দাবি করেছিল সউদি আরব। তবে এবার আমেরিকা চাইছে সুর নরম করে কাজ করিয়ে নিতে। আগামী ৮ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। এতে অংশ নেবে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টিও। এ সময় জ্বালানির মূল্যবৃদ্ধিতে ভোটে বিরূপ প্রভাব পড়তে পারে এমন শঙ্কায় সউদি আরবকে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত এক মাস পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা।