২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ নির্বাচন, কন্যা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সোনিয়া

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ অক্টোবর ২০২২, সোমবার
  • / 31

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ভোটগ্রহণ চলছে। এই প্রথম কংগ্রেস পরিবারে বাইরে প্রার্থীরা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছেন। সোমবার কন্যা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সোনিয়া গান্ধি। ভোট দিলেন মনমোহন সিং, সাংসদ পি চিদাম্বরম, জয়রাম রমেশের মতো শীর্ষ নেতারা।

আরও পড়ুন: নির্বাচনী প্রতীক আমাদের কাছে, ফের ক্ষমতায় আসব: শরদ  

সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খারগে ও শশী থারুরের মধ্যে জোর টক্কর হবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। সভাপতি পদে খারগে এগিয়ে থাকলেও থারুরের গুরুত্ব কিছু কম নয়। কারণ থারুর এক সুবক্তা বলেই পরিচিত। তবে থারুরের দিকে আছে নতুন প্রজন্ম।

কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন হচ্ছে। এর আগে ২০১৭ সালে রাহুল গান্ধি প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর রাহুল কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন।

১৯৯৮ সালে দলটির সভাপতি নির্বাচিত হন সোনিয়া গান্ধী। ২০১৭ সালে তার ছেলে রাহুল গান্ধীর হাতে চলে যায় নেতৃত্ব। ২০১৯ এ রাহুলের পদত্যাগের পর আবারও  সভাপতি হন সোনিয়া।

এবার রাহুল গান্ধি জানিয়ে দেন, কংগ্রেস পরিবারের কেউ এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। খুব স্বাভাবিকভাবে কংগ্রেসের বিরুদ্ধে যে বার বার পরিবারতন্ত্রের অভিযোগ উঠেছে, সেই তকমা ঘোচাতেই রাহুলের এই সিদ্ধান্ত বলেই মত ওয়াকিফহাল মহলের।

কংগ্রেস সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটদাতাদের কিউআর কোড-সহ পরিচয়  পত্র দিয়েছে সিইএ। এই পরিচয় পত্র না থাকলে ভোট দেওয়া যাবে না। সিইএর তরফে জানানো হয়েছে, ভোটদানে স্বচ্ছতা আনার কারণেই এই ব্যবস্থা। ভোটের আগেই এই সব কার্ড ছাপিয়ে প্রতিনিধিদের মধ্যে বিলি করা হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব হবে। দিল্লিতে কংগ্রেস দফতরের পাশাপাশি প্রদেশ কংগ্রেসের দফতরেও চলবে ভোটগ্রহণ।

অন্যদিকে বিধানভবনে ভোট দেওয়ার কথা ৫৪৩ জন প্রতিনিধির।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ নির্বাচন, কন্যা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সোনিয়া

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ভোটগ্রহণ চলছে। এই প্রথম কংগ্রেস পরিবারে বাইরে প্রার্থীরা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছেন। সোমবার কন্যা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সোনিয়া গান্ধি। ভোট দিলেন মনমোহন সিং, সাংসদ পি চিদাম্বরম, জয়রাম রমেশের মতো শীর্ষ নেতারা।

আরও পড়ুন: নির্বাচনী প্রতীক আমাদের কাছে, ফের ক্ষমতায় আসব: শরদ  

সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খারগে ও শশী থারুরের মধ্যে জোর টক্কর হবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। সভাপতি পদে খারগে এগিয়ে থাকলেও থারুরের গুরুত্ব কিছু কম নয়। কারণ থারুর এক সুবক্তা বলেই পরিচিত। তবে থারুরের দিকে আছে নতুন প্রজন্ম।

কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন হচ্ছে। এর আগে ২০১৭ সালে রাহুল গান্ধি প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর রাহুল কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন।

১৯৯৮ সালে দলটির সভাপতি নির্বাচিত হন সোনিয়া গান্ধী। ২০১৭ সালে তার ছেলে রাহুল গান্ধীর হাতে চলে যায় নেতৃত্ব। ২০১৯ এ রাহুলের পদত্যাগের পর আবারও  সভাপতি হন সোনিয়া।

এবার রাহুল গান্ধি জানিয়ে দেন, কংগ্রেস পরিবারের কেউ এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। খুব স্বাভাবিকভাবে কংগ্রেসের বিরুদ্ধে যে বার বার পরিবারতন্ত্রের অভিযোগ উঠেছে, সেই তকমা ঘোচাতেই রাহুলের এই সিদ্ধান্ত বলেই মত ওয়াকিফহাল মহলের।

কংগ্রেস সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটদাতাদের কিউআর কোড-সহ পরিচয়  পত্র দিয়েছে সিইএ। এই পরিচয় পত্র না থাকলে ভোট দেওয়া যাবে না। সিইএর তরফে জানানো হয়েছে, ভোটদানে স্বচ্ছতা আনার কারণেই এই ব্যবস্থা। ভোটের আগেই এই সব কার্ড ছাপিয়ে প্রতিনিধিদের মধ্যে বিলি করা হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব হবে। দিল্লিতে কংগ্রেস দফতরের পাশাপাশি প্রদেশ কংগ্রেসের দফতরেও চলবে ভোটগ্রহণ।

অন্যদিকে বিধানভবনে ভোট দেওয়ার কথা ৫৪৩ জন প্রতিনিধির।