১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছোটখাট কোনও ভুল করতে চাইনি: কোহলি

ইমামা খাতুন
  • আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 70

পুবের কলম ওয়েব ডেস্ক; টি-২০ বিশ্বকাপে শুরুর আগেই ব্যাট হাতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। আর প্রতিযোগিতা শুরুর থেকেই জ্বলে উঠেছে ‘কিং কোহলি’র ব্যাট। পাকিস্তানের বিরুদ্ধে প্রায় একার হাতেই দলকে জয় এনে দেন এই কিংবদন্তি।

বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ৫ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেও দলের জয়ের নায়ক কোহলি। ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। কোহলির ইনিংসে ছিল আটটি চার ও একটি ছয়। এ দিন ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তিনি। ম্যাচের সেরা হওয়ার পরে জানালেন, কীভাবে চাপের মধ্যে থেকেও জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘একটা হাড্ডাহাড্ডি লড়াই জিতে খুব ভালো লাগছে। ব্যাট হাতে একটা ভালো দিন গেল। এটা অস্বীকার করার জায়গা নেই, যখন ব্যাট করতে নামি কিছুটা চাপের মধ্যে ছিলাম। সামান্যতম ভুল করতে চাইনি। তা হলে ম্যাচ বিপক্ষের দিক ঢলে পড়তে পারত। ভালো ক্রিকেটীয় শট সবসময় আপনাকে রান এনে দেবে। সেগুলিই খেলার চেষ্টা করেছি। সব ফর্ম্যাটেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’ একইসঙ্গে অ্যাডিলেডে খেলা নিয়ে বিরাট বলেন, ‘অ্যাডিলেডে খেলা আমি সবসময়ই উপভোগ করি। এখানে খেলার সময় ঘরের মাঠেই খেলছি মনে হয়।’

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

আরও পড়ুন: ভারতের টেস্ট দলে কোহলির জায়গা দখল করতে মরিয়া Sarfaraz Khan

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছোটখাট কোনও ভুল করতে চাইনি: কোহলি

আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক; টি-২০ বিশ্বকাপে শুরুর আগেই ব্যাট হাতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। আর প্রতিযোগিতা শুরুর থেকেই জ্বলে উঠেছে ‘কিং কোহলি’র ব্যাট। পাকিস্তানের বিরুদ্ধে প্রায় একার হাতেই দলকে জয় এনে দেন এই কিংবদন্তি।

বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ৫ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেও দলের জয়ের নায়ক কোহলি। ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। কোহলির ইনিংসে ছিল আটটি চার ও একটি ছয়। এ দিন ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তিনি। ম্যাচের সেরা হওয়ার পরে জানালেন, কীভাবে চাপের মধ্যে থেকেও জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘একটা হাড্ডাহাড্ডি লড়াই জিতে খুব ভালো লাগছে। ব্যাট হাতে একটা ভালো দিন গেল। এটা অস্বীকার করার জায়গা নেই, যখন ব্যাট করতে নামি কিছুটা চাপের মধ্যে ছিলাম। সামান্যতম ভুল করতে চাইনি। তা হলে ম্যাচ বিপক্ষের দিক ঢলে পড়তে পারত। ভালো ক্রিকেটীয় শট সবসময় আপনাকে রান এনে দেবে। সেগুলিই খেলার চেষ্টা করেছি। সব ফর্ম্যাটেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’ একইসঙ্গে অ্যাডিলেডে খেলা নিয়ে বিরাট বলেন, ‘অ্যাডিলেডে খেলা আমি সবসময়ই উপভোগ করি। এখানে খেলার সময় ঘরের মাঠেই খেলছি মনে হয়।’

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

আরও পড়ুন: ভারতের টেস্ট দলে কোহলির জায়গা দখল করতে মরিয়া Sarfaraz Khan